আজকাল ওয়েবডেস্ক: মিচেল স্টার্কের দাপুটে বোলিংয়ে ধরাশায়ী ভারতীয় ব্যাটিং লাইন আপ। ১৮০ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। তার কিছুক্ষণ পরই অ্যাডিলেডে ফ্লাডলাইট বিভ্রাট। অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন ঘটে বিপত্তি। গোলাপী বলের টেস্টে তখন শেষ সেশন চলছে। ১ উইকেট হারিয়ে অজিদের রান ৩৮। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে এই ঘটনা ঘটে। বল করার জন্য তৈরি ছিলেন হর্ষিত রানা। আচমকাই অ্যাডিলেড ওভালের ফ্লাডলাইট নিভে যায়। বন্ধ হয়ে যায় খেলা। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। কয়েক বল আগেও নৈশালোকের আলো নিভে গিয়েছিল, কিন্তু এক মিনিটের মধ্যেই আলো জ্বলে যায়। কোনও সময় নষ্ট হয়নি। একই ওভারে মাত্র কয়েক বলের ব্যবধানে দু'বার ঘটে যায় ফ্লাডলাইট বিভ্রাট।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শুরুতেই ধাক্কা দেন যশপ্রীত বুমরা। ১৩ রানে উসমান খোয়াজাকে ফিরিয়ে দেন। কিন্তু মজবুত দেখায় নাথান ম্যাক সুইনি এবং মার্নাস লাবুশেনকে। অ্যাডিলেডে গোলাপী বলের টেস্টের প্রথমদিন মিচেল স্টার্কের দাপটে ১৮০ টানে আলআউট হয়ে যায় ভারত। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। কিন্তু নিয়মিত উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। ভারতের সর্বোচ্চ রান নীতিশ কুমার রেড্ডির। ৪২ করেন অলরাউন্ডার। তিনি ছাড়া কেএল রাহুল এবং শুভমন গিল যথাক্রমে ৩৭ এবং ৩১ রান করেন। আঙুলে চিড় ধরায় প্রথম টেস্ট খেলতে পারেননি। অ্যাডিলেডে শুরুটা ভাল করেও, বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি গিল। স্টার্কের প্রথম বলেই শূন্যতে ফেরেন যশস্বী জয়েসওয়াল। ছয় নম্বরে নেমে ব্যর্থ রোহিত শর্মা। রাম পাননি পারথে শতরান করা বিরাট কোহলিও। ছয় উইকেট নেন মিচেল স্টার্ক। দুটো করে উইকেট নেন প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড। টেস্টে এটা স্টার্কের ১৫তম বার পাঁচ উইকেট শিকার।
