আজকাল ওয়েবডেস্ক: কথাবার্তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল, এদিন সিলমোহর পড়ল। মোহনবাগানের শক্তি বাড়াতে সই করলেন টেকচাম অভিষেক সিং। দেশের অন্যতম সেরা প্রতিভার সঙ্গে চার বছরের চুক্তি করল সবুজ মেরুন। মাত্র ২০ বছর বয়সেই ক্লাব ফুটবল এবং জাতীয় দলের জার্সিতে নজর কাড়েন মণিপুরের ফুটবলার। ফিজিক্যাল টেস্টের জন্য দু'দিন আগেই শহরে চলে এসেছেন। সেই পরীক্ষায় পাস করার পর মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। বৃহস্পতিবার বিকেলেই দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দেবেন অভিষেক। সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে নিউটাউনের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে প্রস্তুতি শুরু করে দেবেন। ইতিমধ্যেই প্র্যাকটিসে যোগ দিয়েছেন লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, বিশাল কাইথ। লেফট এবং রাইট ব্যাক হিসেবে খেলার পাশাপাশি উইংয়েও সমান স্বাচ্ছন্দ্য অভিষেক। এটাই তার বাড়তি সুবিধা।
আইএসএলের একাধিক ক্লাবের প্রস্তাব তাঁর কাছে ছিল। কিন্তু মোহনবাগানকেই বেছে নেন। তার কারণ জানালেন প্রতিভাবান ফুটবলার। অভিষেক বলেন, 'আমার কাছে দেশের অনেক নামি ক্লাবে খেলার প্রস্তাব ছিল। কিন্তু মোহনবাগানে যোগ দিলাম কারণ, আমার মতে এটাই দেশের একনম্বর ক্লাব। মোহনবাগানে খেলেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া যায়। ট্রফি পাওয়া যায়। স্বপ্ন ছোঁয়া যায়। মোহনবাগানের ট্রফি জয়ের ধারাবাহিকতা আমাকে এখানে টেনে এনেছে। এই ক্লাব দল করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমারও লক্ষ্য ট্রফি জেতা।'
পাঞ্জাবের জার্সিতে আই লিগ জিতেছেন। এবার লক্ষ্য দেশের একনম্বর ট্রফি জেতা। আইএসএলের ভাগ্য এই মুহূর্তে বিশ বাঁও জলে। কিন্তু সেসব নিয়ে ভাবতে চান না। নিজের লক্ষ্যে অবিচল থাকতে চান মণিপুরী। অভিষেক বলেন, 'আমি পাঞ্জাবের জার্সিতে আই লিগ জিতেছি। এবার মোহনবাগানের জার্সিতে আইএসএল বা লিগ শিল্ড জিততে চাই। এখানে অনেক তারকা ফুটবলার খেলে। ওদের সঙ্গে খেলতে পারলে বা অনুশীলন করলে আমি উপকৃত হব। দলের সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা দিতে চাই। ভারতীয় দলের হয়ে খেললেও এএফসি চ্যাম্পিয়নশিপ কখনও খেলিনি। সেই স্বপ্নপূরণ করতে চাই।'
ডার্বির উন্মাদনায় এবার নিজে সামিল হতে চান অভিষেক। সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উন্মাদনা দেখেছেন। এবার সেই আঁচ নিজের গায়ে লাগাতে চান। অভিষেক বলেন, 'দেশের ফুটবল ক্লাবগুলোর মধ্যে মোহনবাগানের সমর্থকের সংখ্যা সবচেয়ে বেশি। প্রচুর ফ্যান্স ক্লাব আছে। যারা মাঠে এসে এবং সোশ্যাল মিডিয়ার দলকে নানা ভাবে সমর্থক করে। ডার্বির উন্মাদনা দেখেছি। এবার মাঠে সেই উত্তেজনা উপভোগ করতে চাই।' ইতিমধ্যেই অনেক ফ্যান অভিষেকের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁদের স্বপ্ন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল থেকেই যাত্রা শুরু করে দেবেন তরুণ তুর্কি। শনিবার মরশুমের প্রথম ডার্বি। সেই ম্যাচে নেই অভিষেক। তবে ডুরান্ড কাপেই সবুজ মেরুন জার্সিতে অভিষেক হতে চলেছে প্রতিভাবান ফুটবলারের।
