আজকাল ওয়েবডেস্ক: বিস্ফোরক ব্যাটিং দেখে বর্ষিত হল পাঁচশো টাকার নোট। ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে অনুষ্ঠিত এক ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠের ভিতরে ঢুকে পড়েন এক দর্শক। বিস্ফোরক ব্যাটিং দেখে মুগ্ধ সেই দর্শক মাঠে ঢুকে পাঁচশো টাকার নোট উড়িয়ে দেন। ক্রিকেট নিয়ে এমন উন্মাদনা, এমন উৎসাহ, ভারত ছাড়া অন্য কোথাও নেই।
পবন ও ফারদীন ৬ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে তুলে নেন ৮৪ রান। পবন মাত্র ৯ বলে ঝোড়ো ৩৫ রান করেন। অন্য দিকে ফারদীনও ১৭ বলে ৩১ রান করেন। পবনের প্রথম বল থেকে আগ্রাসী ব্যাটিং দর্শকদের মোহিত করে তোলে। পবনের বিগ হিটিং দেখে আর স্থির থাকতে পারেননি এক দর্শক। তিনি মাঠে ঢুকে পড়েন। পবনের সামনে গিয়ে পাঁচশো টাকার নোট বর্ষণ শুরু করে দেন।
এই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। তার পরে দেখা যায় বেশ কয়েকজন মাঠকর্মী ছুটে এসে সেই পাঁচশো টাকার নোট তুলছেন। বিজেপির কল্যাণ সিটির প্রেসিডেন্ট সাত ওভারের ক্রিকেট টু্রনামেন্টের আয়োজন করেন।
