আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে সুযোগ পেলেন রমনদীপ সিং এবং বিজয়কুমার বৈশক। বাদ পড়লেন মায়াঙ্ক যাদব। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের জার্সিতে অভিষেক হয় ১৫৬.৭ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বল করা স্পিডস্টারের। কিন্তু চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হবে না তাঁর। বিসিসিআই তাঁদের বিবৃতিতে বলে, 'চোটের জন্য দলে নেই মায়াঙ্ক যাদব এবং শিবম দুবে।' চোটের জন্য নেই রিয়ান পরাগও। বর্তমানে তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে দলকে নেতৃত্বে দেবেন সূর্যকুমার যাদব। চার ম্যাচের সিরিজে কোনও সহ অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।
৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফর শুরু। শেষ ম্যাচ ১৪ নভেম্বর। চারটে ভেন্যুতে খেলা হবে। দলে রাখা হয়নি ঋতুরাজ গায়কোয়াড়কে। একই সময় অস্ট্রেলিয়া সফরে ভারতীয় এ দলকে নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। টি-২০ মেনস ইমার্জিং এশিয়া কাপের পারফরম্যান্সের ভিত্তিতে সুযোগ পেলেন রমনদীপ সিং। তবে শুক্রবার রাতে সেমিফাইনালে আফগানিস্তানের কাছে হেরে টুর্নামেন্টে ভারতের যাত্রা শেষ হয়।
ভারতীয় দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক বর্মা, জীতেশ শর্মা, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার বৈশক, আবেশ খান, যশ দয়াল।
