আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই রেকর্ডবুকে বৈভব সূর্যবংশী। ভারতীয়দের মধ্যে অনূর্ধ্ব-১৯ টেস্টে দ্রুততম শতরানের নজির গড়েন তিনি। মঙ্গলবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রেকর্ড গড়েন বৈভব। পাওয়ার হিটিং এবং টাইমিংয়ের সঠিক মিশ্রন। ৫৮ বলে শতরান পূর্ণ করেন। ইনিংসে ছিল ১৪টি চার এবং ৪টি ছয়। ১০৪ রান করে রান আউট হন। একটুর জন্য ভাঙতে পারলেন না ইংল্যান্ডের মঈন আলির রেকর্ড। অনূর্ধ্ব-১৯ টেস্টের তালিকায় একনম্বরে রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার। ২০০৫ সালে ৫৬ বলে শতরান করেন মঈন। এর আগেও একটি রেকর্ড করেছেন বৈভব। মাত্র ১২ বছর বয়সে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তাঁর। রঞ্জির ইতিহাসে তিনি সর্বকনিষ্ঠ। ভেঙে দেন শচীন তেন্ডুলকর এবং যুবরাজ সিংয়ের রেকর্ড। ১৫ বছর ২৩০ দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল মাস্টার ব্লাস্টারের। যুবরাজের হাতেখড়ি হয় ১৫ বছর ৫৭ দিনে। যা শচীনের থেকে কয়েকদিন কম। দু'জনকেই ছাপিয়ে গিয়েছেন এই উঠতি ক্রিকেটার। 

বাঁ হাতি বৈভবের আদর্শ ব্রায়ান লারা। তাঁকে সামনে রেখেই এগিয়ে যেতে চান। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তির প্রচুর ভিডিও রয়েছে তাঁর কাছে। লারার প্রতিটি ম্যাচ জেতানো ইনিংস দেখেছেন তিনি। বিশেষ করে ২০০৪ সালে অ্যান্টিগাতে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৪০০ রানের ইনিংস। আগে একটি সাক্ষাৎকারে এমন জানিয়েছিলেন তরুণ ক্রিকেটার। বৈভব জানান, 'আমার আদর্শ লারা। আমি ওর ভিডিও এবং ব্যাটিং স্টাইল দেখি। ওর ৪০০ রানের ইনিংস আমার প্রিয়। আমি এটা একাধিকবার দেখেছি। ও কোনও ম্যাচ মাঝপথে ছাড়ে না। এটাই আমার সবচেয়ে ভাল লাগে। লারার থেকে ম্যাচ জেতার মানসিকতা এবং লড়াই শিখতে চাই। ও যেভাবে বোলারদের বিরুদ্ধে আধিপত্য দেখাত, আমিও সেটাই করতে চাই।' শুরুটা স্বপ্নের মতো হয়েছে বৈভবের। এটা ধরে রেখে আরও বড় স্বপ্ন বাস্তবায়িত করাই এবার ১৩ বছরের কিশোরের চ্যালেঞ্জ।