আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে দামী ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। একটি বিটকয়েনের বর্তমান বাজার দর ৯৮০০০ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৮৩ লক্ষ টাকা। এ হেন মূল্যবান কারেন্সির ৮০০০ ইউনিট ভাগাড়ে ফেলে দিয়েছেন এক মহিলা। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৫৯০০ কোটি টাকা। এত টাকার সম্পত্তি ফেলে দিয়ে নিরুত্তাপ ওই মহিলা। দাবি, এতে তাঁর কোনও দোষ নেই।
ব্রিটেনের নিউপোর্টের বাসিন্দা হালফিনা এডি ইভানস এই কাণ্ডটি ঘটিয়েছেন। বিটকয়েনগুলি ছিল তাঁর প্রাক্তন প্রেমিক জেমস হাওয়েল-এর। ২০০৯ সালে মাইনিং করে ৮০০০টি বিটকয়েন পেয়েছিলেন। একটি পেন ড্রাইভে ক্রিপ্টোকারেন্সির পাসওয়ার্ড দিয়ে বিটকয়েনগুলিকে রেখে দিয়েছিলেন। তার পর সেগুলির কথা ভুলে যান। ইভানস দাবি করেছেন, হাওয়েল আমায় একটি জঞ্জালের ব্যাগ ভাগাড়ে ফেলে আসতে বলেছিল। ওই ব্যাগের মধ্যে কী ছিল তা আমি জানি না। এতে আমার কোনও দোষ নেই।
এই বিপুল সম্পত্তির নাগাল পেতে সব রকমের চেষ্টা করছেন হাওয়েল। সম্পত্তির খোঁজ পেতে ভাগাড়ে অনুসন্ধান চালানোর জন্য আবেদনও জানিয়েছন তিনি। কিন্তু তাঁর আবেদন খারিজ হয়ে গিয়েছে। এর ফলে নিউপোর্ট শহর পরিষদের বিরুদ্ধে ৪৯০০ কোটি টাকার মামলাও ঠুকেছেন হাওয়েল।
নিউপোর্ট প্রশাসন হাওয়েলের আবেদন খারিজের কারণ হিসাবে জানিয়েছে, ভাগাড়ে খোঁড়াখুঁড়ি করলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রে তা সম্ভবও নয়।
হাওয়েল তাঁর বিপুল সম্পত্তি উদ্ধারে বদ্ধপরিকর। যত দূর যেতে তিনি যাবেন। প্রাক্তন প্রেমিকের এই অবস্থা দেখে ইভানস বলেন, "আমি আশা করি যাতে ওঁ বিটকয়েনগুলির খোঁজ পায়। আমার এক টাকাও চাই না। আমি শুধু হাওয়েল এই বিষয়ে আলোচনা করা বন্ধ করুক। এর ফলে ওঁর মানসিক ভাবে ক্ষতি হচ্ছে।"
আগামী ডিসেম্বর মাসে হাওয়েলের মামলার শুনানি রয়েছে। যদি কাঙ্খ সম্পত্তির খোঁজ পাওয়া যায় তবে সেই সম্পত্তির ১০ শতাংশ নিউপোর্টের উন্নয়নের জন্য খরচ করবেন বলেও অঙ্গীকার করেছেন তিনি।
