আজকাল ওয়েবডেস্ক: দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া। ইতিমধ্যেই ৩০ হাজারের বেশি মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যেতে হয়েছে। প্রাণ হারিয়েছেন ১০ জন। এত কিছুর পরেও লস অ্যাঞ্জেলসের বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্সে) দিল্লির চেয়ে ভাল! দাবানল ছড়িয়ে পড়ার একদিন পরে লস অ্যাঞ্জেলসের বাতাসের গুণমান ছিল ১৫৮। সেখানে দিল্লির ৩৭৩। একজন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী তাঁর হ্যান্ডলে সেই তথ্য গ্রাফিক সহকারে দেখিয়েছেন।

আইকিউ এয়ার নামে একটি সংস্থা জানিয়েছে, বর্তমানে ভারতের রাজধানীর বাতাসের গুণমান ২৪৭। সেখানে লস অ্যাঞ্জেলসের ৬০। যদিও দুই শহরে ভৌগলিক অবস্থান খানিকটা দায়ী এর জন্য। আগুনে পুড়ে ছারখার হলেও লস অ্যাঞ্জেলস অবস্থিত সমুদ্রের তীরে। এর ফলে সমুদ্রের হাওয়া দূষিত বায়ু সরিয়ে দেয়। অন্যদিকে দিল্লি থেকে সমুদ্র অনেক দূরে। এমনকি পাহাড়ও নেই দিল্লিতে এর ফলে দূষণের মাত্রা অনেক বেশি। 

?ref_src=twsrc%5Etfw">January 9, 2025

দিল্লিতে বাতাসের গুণমান এতটাই খারাপ হয়ে উঠেছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দূষণ মোকাবিলার সর্বোচ্চ বিধি বা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ (জিআরএপি ৪) জারি করা হয়েছিল  রাজধানী অঞ্চলে। বর্তমানে জিআরএপি-৩ জারি করা হয়েছে দিল্লিতে। এর ফলে ভারত স্টেজ-৩ এর পেট্রল এবং ভারত স্টেজ-৪ এর ডিজেল গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর তথ্য অনুযায়ী, বাতাসের গুণগত মানের সূচক যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে তা হলে তা ‘ভাল’ পর্যায়ের মধ্যে পড়ে। ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ সামান্য খারাপ, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ খুব খারাপ, ৪০১-৫০০ অতি ভয়ানক।