আজকাল ওয়েবডেস্ক: ফের আরসিবির অধিনায়ক পদে ফিরছেন বিরাট কোহলি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। 
 
 ২০২১ সালে অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট। তারপর থেকেই নেতৃত্বের দায়িত্ব সামলেছেন ফাফ ডু’প্লেসি। তাঁর ক্যাপ্টেন্সিতে আরসিবির পারফরম্যান্স মোটেও ভাল নয়। আর ডু’প্লেসির বয়স এখন ৪০। তাঁকে আরসিবি আর রাখবে না বলেই খবর। প্রতিবেদনে বলা হয়েছে, বিরাটের নেতৃত্বে ফেরা সময়ের অপেক্ষা।
 
 এদিকে আইপিএলে রিটেনশন তালিকা ৩১ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে সব ফ্রাঞ্চাইজিকে। হাতে আর একদিন সময়। এবার হতে চলেছে মেগা নিলাম। যার আসর বসবে নভেম্বরে।
 
 এদিকে, বিরাট কোহলি নেতৃত্বে ফিরতে চলেছেন, এই খবরে খুশি আরসিবি ভক্তরা। এর আগে দীর্ঘদিন তিনি আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন। আইপিএলে খেলেছেন এই একটা দলেই। কিন্তু একবারও জিততে পারেননি আইপিএল। তাঁর নেতৃত্বে দল ফাইনালে গেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি।
এবার নতুন স্বপ্ন নিয়ে বিরাটকে অধিনায়ক ঘোষণা করতে চলেছে আরসিবি। প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
