আজকাল ওয়েবডেস্ক: একটি আস্ত কুমিরকে কাঁধে করে নিয়ে চলেছেন এক ব্যক্তি। এই দৃশ্য দেখেছেন কখনও। এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন উত্তরপ্রদেশের হামিরপুর জেলার পাউথিয়াখুর্দ গ্রামের বাসিন্দারা। সমাজমাধ্যমেও ভাইরাল হয়েছে সেই ভিডিও।

পাউথিয়াখুর্দ গ্রামের বাসিন্দারা মাসখানেক আগে গ্রামেরই একটি পুকুরে একটি কুমিরের উপস্থিতি টের পান। পুকুরে জল ভরতে আসা গ্রামবাসীরা কুমিরের ভয়ে অন্য জায়গা থেকে জল আনতে বাধ্য হন। খবর যায় বনদপ্তরে কাছে। বনকর্মীরা এলাকায় এসে প্রথম কয়েকদিন কুমিরটির গতিবিধ লক্ষ্য করেন। সেটিকে সরিয়ে কোথায় নিয়ে গিয়ে ছাড়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর কুমিরটিকে উদ্ধারে নামেন বনকর্মীরা। 

 

?ref_src=twsrc%5Etfw">November 26, 2024

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্ধারের পরেই কুমিরটির মুখ এবং হাত-পা বেঁধে ফেলা হয়েছে। এর পরেই এক বনকর্মী ১৫০ কেজি ওজনের প্রাণীটিকে নিজের কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করেন। সেই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছেন গ্রামবাসীরা। 

কুমিরটিকে উদ্ধারের পর যমুনা নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে কুমিরটি আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি করতে পারবে না এবং নিরাপদে বসবাস করতে পারে। ওই বনকর্মীর এ হেন সাহসিকতা সত্ত্বেও, সমাজমাধ্যমের ব্যবহারকারীরা বনদপ্তরের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যেই কর্মীটিকে উদ্ধার অভিযানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে হয়েছিল তাঁকে যথাযথ উপকরণ না দেওয়ার জন্যও প্রশ্নের মুখে পড়তে হয়েছে কর্তৃপক্ষকে।