আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম দামী বাড়ি রয়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বইয়ে। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি। তাঁর বাড়ি 'অ্যান্টিলিয়া' বিশ্বের সবচেয়ে দামী বাড়ি। সেখানেই ঢোকার চেষ্টা করলেন দুই কন্টেন্ট ক্রিয়েটর। তাঁরা কি সফল হলেন 'অ্যান্টিলিয়া'তে ঢুকতে? ভাইরাল হয়েছে সেই ভিডিও।
বেন সুমাদিউইরিয়া এবং আরিস ইয়েগার বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর। সমাজমাধ্যমে তাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তাঁরা জোর করে 'অ্যান্টিলিয়া'তে প্রবেশ করতে চাইছেন। দ্বার রক্ষকদের তাঁদের বলতে শোনা গিয়েছে, অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকে অম্বানির সঙ্গে তাঁদের পরিচয়। তিনিই দু'জনকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁরা বলেন, ''আমরা অম্বানির বন্ধু। আমরাও বড়লোক।''
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Aris Yeager (@theeuropeankid)
'অ্যান্টিলিয়া'র এর রক্ষী বেন ও ইয়েগারের কাছে জানতে চান তাঁদের কাছে কোনও আমন্ত্রণের প্রমাণ রয়েছে কি না। হাজারও চেষ্টা করেও তাঁরা টলাতে পারেননি রক্ষীদের। অবশেষে দু'জনে ওই রক্ষীর কাছে জানতে চান বাড়ির ভিতরে কিছুক্ষণ অপেক্ষা করা যাবে কি না। উত্তরে ওই রক্ষী বলেন, ''এটা একজনের বাড়ি। কোনও হোটেল নয়।''
ভিডিওটি ইনস্টাগ্রামে তিন কোটিরও বেশি বার দেখা হয়েছে। এক্সেও দেখা হয়েছে প্রায় ১০ লক্ষ বার। 'অ্যান্টিলিয়া'র রক্ষীর দৃঢ়তা এবং উপস্থিত বুদ্ধিতে মুগ্ধ সকলেই।