আজকাল ওয়েবডেস্ক:‌ আর ক’‌দিন পরেই শুরু হয়ে যাবে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। তারই প্রস্তুতি চালাচ্ছে ভারত। দেশের মাটিতে এবার বসছে বিশ্বকাপের আসর। আর ভারতীয় দল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে ব্যস্ত।


আর এটা ঘটনা, ওয়ানডে বিশ্বকাপের আগে আগুনে ফর্মে রয়েছেন ভারতীয় দলের ব্যাটার স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও হাফসেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটার। তার পুরস্কারও পেলেন স্মৃতি। আইসিসি’র মহিলাদের ব্যাটিং তালিকায় ফের শীর্ষস্থানে উঠে এলেন তিনি।


ওয়ানডে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলছে ভারতের মেয়েরা। যাকে বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’ বলে মনে করা হচ্ছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত অবশ্য প্রথম ম্যাচে হেরেছে। কিন্তু সেই ম্যাচেও উজ্জ্বল ছিলেন স্মৃতি। তিনি করেন ৫৮ রান। প্রতীকা রাওয়ালের সঙ্গে জুটিতে ওঠে ১১৪ রান। মাত্র ১৫ ইনিংসে দু’‌জনে মিলে ৯৫৮ রান করে ফেলেছেন। একবছরে এটাই কোনও জুটির সর্বোচ্চ রান।


মঙ্গলবার আইসিসি’র যে র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে ফের শীর্ষে স্মৃতি মান্ধানা। তাঁর রেটিং ৭৩৫। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের স্কিভার ব্রান্ট। তাঁর পয়েন্ট ৭৩১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ রান করে ৭ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে ফিরে এলেন স্মৃতি। বিশ্বকাপের আগে যা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাঁকে। এর আগে চলতি বছরের জুন ও জুলাই মাসে শীর্ষে ছিলেন স্মৃতি। ২০১৯ সালে প্রথমবার তিনি আইসিসি’র র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন।


অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৪ রান করে উন্নতি হয়েছে প্রতীকারও। তিনি উঠে এসেছেন ৪২ তম স্থানে। আবার ৫৪ রানের সৌজন্যে ৪৩ তম স্থানে উঠে এসেছেন হরলিন দেওল। 

এদিকে, ভারতের পুরুষ দল এখন এশিয়া কাপ খেলতে ব্যস্ত। আর রোহিত শর্মা দেশে অনুশীলনে ব্যস্ত রয়েছেন। টেস্ট ও টি–টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিলেও এখনও এক দিনের ক্রিকেট খেলবেন রোহিত শর্মা। আর তাই ঘরে বসে নেই তিনি। অন্য এক সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত ভারতের এক দিনের দলের অধিনায়ক।


‘রেভস্পোর্টজ’ জানিয়েছে, বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘সেন্টার অফ এক্সেলেন্স’ বা সিওএ–তে রয়েছেন রোহিত। আপাতত সেখানেই থাকবেন তিনি। অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। আগামী এক সপ্তাহ সিওএ–তে থেকেই প্রস্তুতি সারবেন তিনি।

ওই রিপোর্টে জানানো হয়েছে, অনুশীলনের সময় রোহিত যে উইকেট চেয়েছেন সেখানে বাউন্স রয়েছে। অস্ট্রেলিয়ার পিচে বাউন্স বেশি থাকে। সেখানে খেলতে যাতে সমস্যা না হয় তার জন্যই এই ধরনের উইকেটে অনুশীলন করছেন তিনি।

প্রসঙ্গত, গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দেশের হয়ে ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। চলতি বছর দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন। আইপিএলের মাঝেই টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করে দেন তিনি। এখন বাকি শুধু এক দিনের ক্রিকেট। ২০২৭ সালের বিশ্বকাপে খেলার লক্ষ্য রয়েছে তাঁর। তবে সেই লক্ষ্য পূরণ হবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জল্পনা শুরু হয়েছে, অস্ট্রেলিয়াতেই হয়তো শেষ বার ভারতের জার্সিতে খেলবেন রোহিত। তবে সে সব আপাতত ভাবছেন না তিনি। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি সারছেন রোহিত শর্মা।