আজকাল ওয়েবডেস্ক: টিটাগড়ে জেল ফেরত যুবক খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম হোসেন রাজা ও মহম্মদ কবীর। প্রসঙ্গত, বুধবার সন্ধেয় টিটাগড় থানার উড়ালপাড়া এলাকায় বাড়ির কাছে মাংসের দোকানে ছিল বছর তেত্রিশের মহম্মদ হাসান ওরফে ছোটকা। ওই দোকানেরই কর্মী ছিল সে। অভিযোগ, সন্ধেয় দুষ্কৃতীরা এসে তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। যার একটি লাগে মাথায়। এরপর দুষ্কৃতীরা হুমকি দিতে দিতে এলাকা ছাড়ে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ঘটনার কয়েক ঘটনার মধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। প্রসঙ্গত, মাদক মামলায় মহম্মদ হাসান ওরফে ছোটকাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েক মাস আগে সে ছাড়া পায়। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ। 
