আজকাল ওয়েবডেস্ক: ধীরে সুস্থে সিঁধ কেটে একটি দোকানে চুরি করতে ঢুকেছিল এক চোর। দোকানের ভিতরে পা ফেলতেই সামনে এসে পড়ল একটি ঠাকুরের ছবি। তারপর কী করল ওই চোর? সেই কাণ্ডেরই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তা দেখে অনেকেই বলছেন, ''চোরেরও কিছু নীতি আছে তাহলে।''
ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছিল। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে। একটি দোকানের ভিতরে ধীরে সুস্থে ঢুকছেন এক ব্যক্তি। প্রথমেই কয়েকটি ঠাকুরের সামনে থমকে দাঁড়ান। তারপরেই তাঁর পায়ের সামনে একটি ঠাকুরের ছবি উপর থেকে পড়ে। সেই ছবি তুলে নমস্কার করছেন। এর পরেই দোকান থেকে চোর বেরিয়ে গেলেন কি না তা দেখা যাচ্ছে না। কিন্তু ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ঠাকুর নমস্কার করেই দোকান থেকে বেরিয়ে যায় চোর।
