আজকাল ওয়েবডেস্ক:‌ ৩৮–এ পড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ২০০৭ সালের ২৩ জুন বেলফাস্টে ওয়ানডে আন্তর্জাতিকে অভিষেক হয় রোহিতের। তারপর থেকে কেরিয়ারে শুধু উত্থানই হয়েছে। এখন অবশ্য দেশের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলেন। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জেতার পর এই সংস্করণ থেকে অবসর নিয়েছেন। জন্মদিনে তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সতীর্থ থেকে প্রাক্তন ক্রিকেটাররা। বোর্ডও শুভেচ্ছা জানিয়েছেন হিটম্যানকে।


২০০৭ সালে ধোনির নেতৃত্বে ভারত যখন টি২০ বিশ্বকাপ জিতেছিল, সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তরুণ রোহিত। কিন্তু ২০১১ বিশ্বকাপে সুযোগ পাননি। ভেঙে পড়েছিলেন। তবে সুযোগ আসে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেখানেও গুরুত্বপূর্ণ অবদান। দল হয় চ্যাম্পিয়ন। 


এটা ঘটনা ২০০৭ সালের পর সেভাবে জাতীয় দলের দরজা খুলছিল না রোহিতের জন্য। বেশ কয়েকবছর অপেক্ষা করতে হয়। ২০১২ সালে তাঁকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে অবধি মিডল অর্ডারেই খেলতেন তিনি। ওপেন করতে পাঠানোর সিদ্ধান্তি রোহিতের কেরিয়ার একেবারে বদলে দেয়। বাকিটা ইতিহাস। 


‌নেতা রোহিত পাঁচবার আইপিএল জিতেছেন। দেশের অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ২০২৩ বিশ্বকাপটা একটুর জন্য ফস্কে যায়।


২০২২ সালে সব ঘরানার ক্রিকেটে টিম ইন্ডিয়ার অধিনায়ক হন রোহিত। যথেষ্ট সফল। সম্প্রতি অবশ্য ব্যাট হাতে সফল হতে পারছেন না। তার জন্য সমালোচিত হয়েছেন।


দেশের হয়ে এখনও ৬৭ টেস্ট খেলেছেন রোহিত। রান ৪৩০১। শতরান রয়েছে ১২টি। সর্বোচ্চ ২১২। খেলেছেন ২৭৩ খানা একদিনের ম্যাচ। রান ১১১৬৮। ৩২ শতরান ও ৫৮ অর্ধশতরান রয়েছে। সর্বোচ্চ ২৬৪। টি২০ আন্তর্জাতিকেও রয়েছে ১৫৯ ম্যাচে ৪২৩১ রান। পাঁচটি শতরান রয়েছে। সর্বোচ্চ ১২১। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ উইকেটও রয়েছে রোহিতের।