আজকাল ওয়েবডেস্ক:‌ শ্রীনগরে নৌকাডুবি। অন্তত চার জন মারা গেছেন। আহত অন্তত তিন জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও অনেকে নিখোঁজ বলে জানা গেছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর উদ্ধারকাজে নেমেছে। জানা গেছে, মঙ্গলবার ঝিলম নদীতে একটি যাত্রীবোঝাই নৌকা উল্টে যায়। ওই নৌকাতে ছিল ১০ থেকে ১২ জন স্কুল ছাত্র। সকলেই জলে তলিয়ে যায়। এখনও অবধি সাত জনকে উদ্ধার করা গেলেও তার মধ্যে চার জন মারা গেছেন। বাকিদের অবস্থা ভাল নয়। এদিকে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রসঙ্গত, কিছুদিন ধরেই ওই অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। তার জেরে নদীর জলস্তর বেড়ে গিয়েছে। তার জেরেই এই দুর্ঘটনা কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, টানা বৃষ্টির জেরে সোমবার জম্মু–কাশ্মীর জাতীয় সড়কে ভূমিধস নামে। রাস্তা আপাতত বন্ধ রয়েছে। ওই পথ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে সকলকে।