নিজস্ব সংবাদদাতা: কয়েক বছর প্রেম পর্বের পর ২০২৫-এ চার হাত এক করতে চলেছেন টলিপাড়ার চর্চিত জুটি রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। এখন বিয়ের প্রস্তুতি তুঙ্গে। এর মাঝেই শ্বেতার বাড়িতে রুবেল পেলেন দারুণ জামাই আদর। সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিলেন সেই মুহূর্ত।
শ্বেতার মায়ের কাছে রুবেল জামাই হিসেবে সেরা। তেমনই শাশুড়ি মাকেও চোখে হারান রুবেল। রুবেল আর শ্বেতার দুই পরিবারের মধ্যেও রয়েছে খুব মিষ্টি এক সম্পর্ক। একে অপরের বাড়িতে গিয়ে প্রায়ই সময় কাটান তাঁরা। তাই একটু দেরিতে হলেও বিয়ের আগের বছর রুবেলকে জামাই ষষ্ঠী খাওয়ালেন হবু শাশুড়ি মা। প্রথমবার জামাইষষ্ঠীর আয়োজন বলে কথা, দারুন খুশি হবু জামাই নিজেও। তাই সেই আয়োজনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রুবেল। এদিন রুবেলের পাতে ছিল, ভাত, মাছের মাথা দিয়ে ডাল, পমফ্রেট মাছ, পাঁঠার মাংস, চাটনি,দই, মিষ্টি সহ আরও অনেক কিছু।
জামাইষষ্ঠীর দিন শুটিংয়ে ব্যস্ত থাকায় দেরিতে আয়োজন করা হয়েছে সবকিছু, এমনটাই আজকাল ডট ইন-কে জানান শ্বেতা। তবে এইসব কিছুর মধ্যেও মন খারাপ অভিনেত্রীর। কারণ বাড়িতে শ্বেতা রুবেলের একসঙ্গে সময় কাটানো নিয়ে নানা কু মন্তব্য করেছেন একাধিক নেটিজেনরা। আসলে দুই পরিবারকে নিয়ে একসঙ্গে সময় কাটাতে পছন্দ করেন দুজনেই। আপাতত বিয়ে নিয়ে অত্যন্ত ব্যস্ত দুই পরিবার।
