আজকাল ওয়েবডেস্ক:‌ বিয়েতে আনেননি কোনও উপহার। এমনকি যে খাম দিয়েছিলেন তাতেও ছিল না কোনও টাকা। এসেছেন, দেদার খেয়েছেন। পান করেছেন। নাচানাচি করে বাড়ি ফিরে গিয়েছেন। একটি ইউটিউব শো–এ শিখর ধাওয়ান সম্পর্কে এ কথা ফাঁস করেছেন হরভজন সিং এবং রোহিত শর্মা।


স্ত্রী গীতা বসরাকে নিয়ে নিজের ইউটিউব শোয়ে রোহিত এবং তাঁর স্ত্রী ঋতিকাকে অতিথি হিসাবে নিয়ে এসেছিলেন হরভজন। সেখানেই এই প্রসঙ্গ উঠে এসেছে। ২০১৫–র ২৯ অক্টোবর বিয়ে করেছিলেন হরভজন–গীতা। সেখানে আমন্ত্রিত ছিলেন ধাওয়ান। সেই শোয়েই ভাজ্জি বলেন, ‘‌শিখর ধাওয়ান আমাদের বিয়েতে এসেছিল। প্রচুর নেচেছিল, খেয়েছিল, মদ্যপান করেছিল। সব মিলিয়ে ভালই হুল্লোড় হয়েছিল। ফেরার সময় আমার পকেটে একটা খাম ঢুকিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম, কী করছিস এটা?’‌ তখনই রোহিত মজা করে প্রশ্ন করেন, ‘‌ভেতরে কি ১০১ টাকা ছিল?’‌ হরভজনের উত্তর, ‘‌ধুর, পরের দিন সকালে খামটা খুলে দেখি পুরো ফাঁকা। ১০১ তো দূর, একটা পয়সাও ছিল না ওর মধ্যে।’‌ এর পর দুই ক্রিকেটারই হাসতে থাকেন। 


রোহিতও বলেছেন, ‘‌আমাদের বিয়েতেও ও কিছুই দেয়নি। স্রেফ এসে নেচে, খেয়ে চলে গিয়েছিল।’‌ 


তবে ওপেনার ধাওয়ান ও একসময়ের সতীর্থের প্রশংসা করে রোহিত বলেন, ‘‌কী অসাধারণ ছেলে ছিল। জাত ক্রিকেটার। ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে খেলেছি। অনেক সফরে গিয়েছি। ভারতের হয়ে খেলার আগে আমরা ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরেও গিয়েছি।’‌


প্রসঙ্গত, ধাওয়ান আগেই অবসর নিয়েছেন। আর রোহিত টি২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। হরভজনও নিয়ে ফেলেছেন অবসর।