আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলে এখন আর সুযোগ হয় না। চোট আঘাত অনেকটাই পিছিয়ে দিয়েছে ভুবনেশ্বর কুমারকে। দীর্ঘদিন হায়দরাবাদে খেললেও এবছর ভুবি আরসিবিতে। তবে ইডেনে প্রথম ম্যাচে তিনি খেলেননি। চেন্নাই ম্যাচ খেলবেন?
 
 শুক্রবার চিপকে ধোনি বনাম বিরাট লড়াই। সূত্রের খবর, এই ম্যাচে খেলবেন ভুবি। নিলামে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় ভুবিকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছোট একটা চোটের জন্য ইডেনে কেকেআরের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। তবে এবার তিনি খেলার মতো ফিট হয়ে গিয়েছেন বলেই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।
 
 অনুশীলনে ফুল রানআপে বল করেছেন কুমার। কোচ দীনেশ কার্তিক জানিয়েছেন ভুবনেশ্বর কুমার সম্পূর্ণ সুস্থ। কার্তিক জানিয়েছেন, ‘যতটুকু জানি ভুবনেশ্বর কুমারকে নিয়ে কোনও সমস্যা নেই।’ 
 
 চিপকে অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আরসিবি কর্তৃপক্ষ। যে ভিডিওয় ফুল রানআপে বল করতে দেখা গেছে ভুবিকে। 
 
 প্রসঙ্গত, এবারের আইপিএলে চেন্নাই ও আরসিবি দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। চেন্নাই হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। আর আরসিবি হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কেকেআরকে। আবার দু’দলের সাক্ষাতে অনেকটাই এগিয়ে চেন্নাই। ৩৩ ম্যাচের মধ্যে চেন্নাইয়ের জয় ২১ ম্যাচে। আরসিবি সেখানে জিতেছে ১১ ম্যাচ। একটি ম্যাচে ফলাফল হয়নি। তবে শেষ সাক্ষাতে কিন্তু গতবার জিতেছিল আরসিবি। 
