‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ দ্রাবিড় আসতেই সরে যাচ্ছেন সাঙ্গাকারা। রাজস্থান রয়্যালসের হেড কোচ হয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়। আর সহকারী কোচ হয়েছেন টিম ইন্ডিয়ায় রাহুলের ডেপুটি বিক্রম রাঠোর। 

 

 


রাহুলের সঙ্গে চুক্তি সম্পন্ন হতেই শোনা যাচ্ছে, রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদ থেকে সরে যাচ্ছেন শ্রীলঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারা। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাঙ্গাকারা নাকি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হতে পারেন। প্রসঙ্গত, গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার পর কেকেআরের ওই পদটি ফাঁকা পড়ে রয়েছে। 

 

 


এটা ঘটনা কলকাতা নাইট রাইডার্সের সাপোর্ট স্টাফেও আমূল বদল আসতে চলেছে। গম্ভীর ও অভিষেক নায়ার চলে যাওয়ার পর এখন কোচ হিসেবে শুধু রয়েছেন চন্দ্রকান্ত পন্ডিত ও বোলিং কোচ ভরত অরুণ। ফিল্ডিং কোচ রায়ান টেন ডশকাটেও চলে গেলেন টিম ইন্ডিয়ার শিবিরে। রিপোর্টে জানা গেছে, কলকাতার সঙ্গে নাকি সাঙ্গাকারার কথাবার্তা অনেকটাই এগিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যেই হবে। তবে আরও কয়েকটি ফ্রাঞ্চাইজি সাঙ্গাকারাকে পেতে আগ্রহী। প্রসঙ্গত, ২০২১ থেকে রাজস্থান রয়্যালসে রয়েছেন সাঙ্গাকারা। এরপর ২০২২ আইপিএলে রাজস্থান রানার্স হয়েছিল। আর ২০২৪ সালে তৃতীয়।