আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিক শুরুর আগেই অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন রাফায়েল নাদাল। ইউএস ওপেনে খেলার কথা জানিয়েছেন নাদাল। প্যারিসে কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলার কথাও বলেছেন। তবে সুইডেনে বাস্তাদ ওপেনের ফাইনালে হারের পর অবসরের ইঙ্গিত দিয়েছেন নাদাল।
এটা ঘটনা দীর্ঘদিন ধরেই চোট আঘাতে জর্জরিত নাদাল। তাই একাধিক প্রতিযোগিতায় নাম দিয়েও সরে দাঁড়িয়েছেন। নাদাল বুঝতে পারছেন এবার থেমে যেতে হবে। কিন্তু কবে? সেই সিদ্ধান্ত এখনও নেননি নাদাল। সুইডেনে হারের পর নাদাল জানিয়েছেন, ‘শেষ কয়েক বছর পরিস্থিতি সহজ ছিল না। খুব খারাপ সময়েও প্রতি দিন পরিবারকে পাশে পেয়েছি। জানি না আবার এখানে খেলতে আসতে পারব কি না। মনে হয় না। এ বারও খুব উপভোগ করলাম। দারুণ অভিজ্ঞতা।’
এর আগে অলিম্পিকে দু’বার সোনা পেয়েছেন নাদাল। এবার প্যারিসে তিন নম্বরটা পেতে চান। তাই জুটি বেঁধেছেন আলকারাজের সঙ্গে। প্রসঙ্গত, রবিবার সুইডেনে বিশ্বের ৪২ নম্বরের কাছে হেরে যান নাদাল। তাই প্যারিস অলিম্পিকের আগেই দিয়ে রাখলেন অবসরের ইঙ্গিত।
এটা ঘটনা দীর্ঘদিন ধরেই চোট আঘাতে জর্জরিত নাদাল। তাই একাধিক প্রতিযোগিতায় নাম দিয়েও সরে দাঁড়িয়েছেন। নাদাল বুঝতে পারছেন এবার থেমে যেতে হবে। কিন্তু কবে? সেই সিদ্ধান্ত এখনও নেননি নাদাল। সুইডেনে হারের পর নাদাল জানিয়েছেন, ‘শেষ কয়েক বছর পরিস্থিতি সহজ ছিল না। খুব খারাপ সময়েও প্রতি দিন পরিবারকে পাশে পেয়েছি। জানি না আবার এখানে খেলতে আসতে পারব কি না। মনে হয় না। এ বারও খুব উপভোগ করলাম। দারুণ অভিজ্ঞতা।’
এর আগে অলিম্পিকে দু’বার সোনা পেয়েছেন নাদাল। এবার প্যারিসে তিন নম্বরটা পেতে চান। তাই জুটি বেঁধেছেন আলকারাজের সঙ্গে। প্রসঙ্গত, রবিবার সুইডেনে বিশ্বের ৪২ নম্বরের কাছে হেরে যান নাদাল। তাই প্যারিস অলিম্পিকের আগেই দিয়ে রাখলেন অবসরের ইঙ্গিত।
