আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে চলে এলেন জসপ্রীত বুমরা। বুধবার আইসিসি যে তালিকা প্রকাশ করেছে তাতে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জয়জয়কার। 


বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়ে অশ্বিনকে টপকে শীর্ষে চলে এসেছেন বুমরা। এই নিয়ে দ্বিতীয়বার তিনি শীর্ষে এলেন। আর ব্যাটারদের তালিকায় যশস্বী জয়সোয়াল উঠে এসেছেন একেবারে তিন নম্বরে।


অশ্বিন কানপুর টেস্টে নিয়েছেন ৫ উইকেট। বুমরার থেকে এক পয়েন্ট পিছনে থেকে দুইয়ে আছেন তিনি। এতদিন তিনি শীর্ষে ছিলেন।


এদিকে শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য নিউজিল্যান্ড সিরিজে ১৮ উইকেট নিয়ে টেস্টে বোলারদের তালিকায় সাত নম্বরে উঠে এসেছেন। 
দ্বিতীয় টেস্টে ম্যাচের সেরা হয়ে কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন জয়সোয়াল। আর ব্যাটারদের তালিকায় প্রথম দুটো নাম জো রুট ও কেন উইলিয়ামসন। আর বিরাট কোহলি রয়েছেন ছয়ে। 


আর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।