আজকাল ওয়েবেডস্ক: ভোরের আলো তখন ফোটেনি। বিছানায় শুয়ে ছিলেন জেরাল্ড কির্কউড, সঙ্গে বান্ধবী। আচমকা জেরাল্ডের দিকে গুলি চালিয়ে দিল পোষ্য পিটবুল 'ওরিও'। গুরুতর আহত হয়েছেন তিনি। সোমবার ভোর ৪টে নাগাদ ক্যালিফোর্নিয়ার হুইটনি অ্যাভিনিউয়ে ঘটনাটি ঘটেছে।
জেরাল্ড মেম্ফিস পুলিশকে জানিয়েছেন, বান্ধবীর সঙ্গে বিছানায় শুয়ে ছিলেন তিনি। সেই সময় খেলার ছলে তাঁর পোষ্য পিটবুলটি খাটের উপর লাফাতে থাকে। সেই সময়ই বন্দুক থেকে অসাবধানতাবশত গুলি চলে যায়। জেরাল্ডের বান্ধবী বলেন, ''খেলাধুলো করতে ভালবাসে 'ওরিও'। সারাক্ষণ লাফালাফি করে। সেই সময়ই গুলিটি চলে।''
পুলিশ আধিকারিক জানিয়েছেন, সারমেয়টির পা বন্দুকের ট্রিগারে আটকে গিয়েছিল। সেখান থেকেই আচমকা গুলি চলে যায়। গুলিটি জেরাল্ডের বাঁ উরুতে গিয়ে লাগে। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনাবশত আহত হওয়ার ঘটনা বলে নথিভুক্ত করেছে। জেরাল্ডকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর আঘাত সামান্যই। পুলিশ আরও জানিয়েছে, জেরাল্ডের বান্ধবী বন্দুকটি নিয়ে গিয়েছেন। আরও সাবধানে বন্দুকটি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ওই মহিলা।
টেনেসির নিরাপত্তা ও স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ জোর দিয়ে জানিয়েছে, আগ্নেয়াস্ত্রের 'নিরাপদ ও সুরক্ষিত সংরক্ষণ' বন্দুক মালিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলির মধ্যে একটি। সংস্থাটির পরামর্শ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ নিরাপদে সংরক্ষণ করা উচিত যাতে শিশু বা অবাঞ্ছিত ব্যক্তিরা সেটি ব্যবহার না করতে পারে। বন্দুকগুলির সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করা উচিৎ এবং বুলেট আলাদাভাবে রাখা উচিত। প্রতিটি আগ্নেয়াস্ত্রকে এমনভাবে ব্যবহার করা উচিত যেন সেটিতে গুলি ভরা রয়েছে। বন্দুককে সর্বদা একটি নিরাপদ দিকে তাক করা রাখা উচিত। মদ, মাদকদ্রব্য বা কোনও ক্ষতিকারক ওষুধের প্রভাবে আগ্নেয়াস্ত্র কখনই ব্যবহার করা উচিত নয়।
