আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরোধ চরমে। এরই মাঝে ভারতের সামরিক বিভাগের বেশ কয়েকটি সামরিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার দাবি করল একটি পাকিস্তানি হ্যাকার গোষ্ঠী।
পাকিস্তান সাইবার ফোর্স নামক ওই হ্যাকার গোষ্ঠী এক্স হ্যান্ডলে দাবি করেছে, তারা দু'টি ভারতীয় সামরিক প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য পেয়ে গিয়েছে। ওই গোষ্ঠীর দাবি, ভারতে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এবং মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস-এর ওয়েবসাইট হ্যাক করেছে। সেখান থেকে বেশ কিছু সংবেদনশীল তথ্য পেয়েছে দাবি করেছে ওই গোষ্ঠী। যদিও ভারত এই সাইবার হানা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি।
সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা আধিকারিকদের লগ-ইন তথ্য এবং কিছু ব্যক্তিগত তথ্য বেহাত হলেও হয়ে থাকতে পারে। যদিও মনোহর পারিকর ইনস্টিটিউট কর্তপক্ষ ওয়েবসাইট হ্যাক হওয়ার দাবি অস্বীকার করেছেন।
ওই হ্যাকিং গোষ্ঠীর দাবি, মনোহর পারিকর ইনস্টিটিউটের ১৬০০ জনের ১০ জিবি ডেটা তারা চুরি করে নিয়েছে। এক্স হ্যান্ডলে এই দাবির পরেই বিভিন্ন সাইবার সিকিউরিটি এজেন্সি জরুরি ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
এএনআই আরও জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ আরমোর্ড ভেহিকল নিগম লিমিটেড-এর ওয়েবসাইট হ্যাক করার চেষ্টাও করা হয়েছিল। ওয়েবসাইটি বিকৃত করে সেই ছবি নিজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করেছিল পাকিস্তান সাইবার ফোর্স। ওয়েবসাইটে একটি পাকিস্তানি পতাকা এবং একটি আল খালিদ ট্যাঙ্কের ছবি ব্যবহার করা হয়েছে। এর পরেই সাবধানতা অবলম্বন করতে ওয়েবসাইটিকে অফলাইন করে দেওয়া হয়েছে আপাতত। হ্যাকিংয়ের প্রচেষ্টার ফলে ওয়েবসাইটটির কোনও ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
