আজকাল ওয়েবডেস্ক: মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা আয়রন ম্যান। সেই ছবিতে আয়রন ম্যানের চরিত্রে অভিনয় করেছিলেন রবার্ট ডাউনি জুনিয়র। সেই ছবির দ্বিতীয় সংস্করণে রবার্টের সঙ্গে একটি ছোট্ট রোলে দেখা গিয়েছিল টেসলাকর্তা ইলন মাস্ক। মার্ভেলের কর্তারা পরে জানিয়েছিলেন, আয়রন ম্যান টোনি স্টার্কের চরিত্রটি মাস্কের থেকেই অনুপ্রাণিত। ভবিষ্যতে কি আয়রন ম্যানের চরিত্রে দেখা যাবে মাস্ককে? সমাজমাধ্যমে তাঁর একটি পোস্ট সেই জল্পনাকে উস্কে দিয়েছে।
I will use the power of irony to defeat villains!
— Elon Musk (@elonmusk)
“Oh you call yourself “The Joker”, then why can’t you tell a joke! How ironic …” pic.twitter.com/6HZ1sLkBAjTweet by @elonmusk
রবিবার মাস্ক তাঁর সমাজমাধ্যমের হ্যান্ডলে নিজের একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে তিনি আয়রন ম্যানের স্যুট পরে রয়েছেন। সেই ছবি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। কেউ কেউ তাঁকে রবার্টের সঙ্গে তুলনা করাও শুরু করে দিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘রবার্ট ডাউনি জুনিয়রের চেয়ে ইলন মাস্ককে আয়রন হিসাবে মানাবে ভাল।‘‘
২০২২ সালে আয়রন ম্যান-২ এর চিত্রনাট্যকার মার্ক ফার্গুস এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছবিতে রবার্টের চরিত্রটি মাস্ক, ডোনাল্ড ট্রাম্প এবং স্টিভ জবসের চরিত্রের সংমিশ্রণ। সম্প্রতি বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা পেয়েছেন মাস্ক। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর টেসলার শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ৪০ শতাংশ। তাঁর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩২১ বিলিয়ন ডলারে।
