আজকাল ওয়েবডেস্ক: ল্যাম্পপোস্ট, পাঁচিল সর্বত্র ছেয়ে গিয়েছে পোস্টারে। সেখানে লেখা 'সরি বুবু'। উত্তরপ্রদেশের মিরঠ থেকে নয়ডা সর্বত্র এই পোস্টার। বিশেষ করে নয়ডার সেক্টর ৩৭-এর বোটানিক্যাল গার্ডেন মেট্রো স্টেশনের কাছে এই পোস্টারের আধিক্য লক্ষ্য করা গিয়েছে। এই পোস্টার দেখে নেটিজেনদের মনে উৎসাহ দেখা দিয়েছে। ওই পোস্টারগুলির জন্য কে বা কারা সাঁটালো, তাঁদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

এই পোস্টারগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 'ইওর স্টোরি' নামক একটি এক্স হ্যান্ডলে পোস্টারগুলির ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'সরি বুবু' পোস্টারে ছেয়ে গিয়েছে নয়ডা থেকে মিরঠ পর্যন্ত। যদিও পোস্টার দেখা বোঝা যাচ্ছে না কে কার কাছে ক্ষমা চাইছেন। বাবু-র বদলে ভুলবশত বুবু লেখা হয়েছে দাবি করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের অনুমান কেউ বা কারা মশকরা করতে ওই পোস্টারগুলি সেঁটেছেন।

?ref_src=twsrc%5Etfw">January 29, 2025

ভিডিও দেখে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, প্রিয়জনের রাগ ভাঙাতে কেউ এই পোস্টার লাগিয়েছেন। অনেকে ভাবছেন, কেউ মশকরা করতে এই কীর্তি করেছেন। পোস্টারগুলিতে 'সরি বুবু' ছাড়া আর কিছুই লেখা নেই। শুধু দু'টি কার্টুনের ছবি রয়েছে। মিরঠের গঙ্গানগরে এরকম পোস্টার সাঁটাতে দেখে একজন তরুণী ভিডিও তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন। এর পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছেন পুলিশ। কারা এই কাজ করলেন তাঁদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।