আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছিলেন, সুইস ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা দেশে ফিরিয়ে নিয়ে এসে দেশবাসীর উন্নতি সাধনে ব্যবহার করা হবে। সেই টাকা ফেরত এসেছে কি না জানা নেই। তবে, ২০২৪ সালে সুইৎজারল্যান্ডে ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ তিনগুণেরও বেশি বেড়ে ৩.৫৪ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক অর্থাৎ প্রায় ৩৭,৬০০ কোটি ভারতীয় টাকায় পৌঁছেছে। বুধবার, ১৯ জুন সুইস ন্যাশনাল ব্যাঙ্ক (SNB) এই তথ্য প্রকাশ করেছে।

এই আমানত বৃদ্ধির বেশিরভাগই এসেছে ব্যাঙ্ক চ্যানেল এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে, ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নয়। ভারতীয় গ্রাহকদের অ্যাকাউন্টে আমানতের পরিমাণ সামান্য বৃদ্ধি পেয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে আমানতের পরিমাণ ১১ শতাংশ অর্থাৎ ৩৪৬ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (৩,৬৭৫ কোটি টাকা) বৃদ্ধি পেয়েছে। এই পরিমাণ সুইস ব্যাঙ্কে জমা মোট ভারতীয় অর্থের দশ ভাগের এক ভাগ মাত্র।

SNB জানিয়েছে, বিভিন্ন সুইস ব্যাঙ্কে ভারতের ৩.৫৪ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক গচ্ছিত রয়েছে। এর মধ্যে ৩.০২ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক ব্যাঙ্কে, ৩৪৬ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক ব্যক্তিগত অ্যাকাউন্টে, ৪১ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক ট্রাস্টে এবং ১৩৫ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বিভিন্ন বন্ডে গচ্ছিত রয়েছে।

২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে গচ্ছিত আমানত ৭০ শতাংশ কমে চার বছরে সর্বনিম্ন ১.০৪ বিলিয়ন ফ্রাঙ্কে পৌঁছেছে। যা ২০০৬ সালের সর্বকালের সর্বোচ্চ ৬.৫ বিলিয়ন ফ্রাঙ্কের চেয়ে কম।

এসএনবি-র রিপোর্ট ব্যাঙ্কগুলির রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি। এটি অন্যান্য দেশের সত্তার মাধ্যমে রক্ষিত কালো টাকা বা অ্যাকাউন্ট সম্পর্কে কোনও বিবরণ দেয় না। সুইস কর্তৃপক্ষ বারবার বলেছে যে এই তহবিলগুলিকে কালো টাকা বলা যাবে না। ২০১৮ সালে চুক্তির পর থেকে সুইৎজারল্যান্ড সুইস ব্যাঙ্কে গচ্ছিত অর্থের তথ্য ভারত সরকারকে দিয়ে আসছে। ২০১৯ সালে প্রথমবার সেই তথ্য ভাগ করা হয়েছিল।

সুইস ব্যাঙ্কে জমা অর্থের দিক থেকে ভারত গত বছর ৬৭তম স্থান থেকে ৪৮তম স্থানে উঠে এসেছে। তবে, ২০২২ সালের ছিল ৪৬তম স্থানে। পাকিস্তানের আমানত হ্রাস পেয়েছে। সুইস ব্যাঙ্কে মাত্র ২৭২ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক জমা আছে। বাংলাদেশের আমানত ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮৯ মিলিয়ন সুইস ফ্রাঙ্কে দাঁড়িয়েছে। শীর্ষে রয়েছে ব্রিটেন। SNB-তে মোট ২২২ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক জমা আছে ব্রিটেনের। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা, যাদের ৮৯ বিলিয়ন ফ্রাঙ্ক এবং তারপরে ওয়েস্ট ইন্ডিজের ৬৮ বিলিয়ন ডলার জমা রয়েছে। জার্মানি, ফ্রান্স, হংকং, লুক্সেমবার্গ, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরশাহির টাকাও সুইস ব্যাঙ্কে জমা আছে।