আজকাল ওয়েবডেস্ক: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) অর্থাৎ কৃত্তিম বুদ্ধিমত্তার যুগ চলছে বর্তমানে। মোবাইল ফোন থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়ছে এআই। একে আরও উন্নত করতে কোটি কোটি টাকা বিনিয়োগ করে চলেছে বিশ্বের তাবড় তাবড় প্রযুক্তি সংস্থাগুলি।
কিন্তু এরই মাঝে বিপাকে পড়েছে বিল গেটসের সংস্থা মাইক্রোসফ্ট। তাদের বিরুদ্ধে অভিযোগ মাইক্রোসফ্ট এবং এক্সেলের ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে কৃত্তিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দিচ্ছে সংস্থা। ব্যবহারকারীদের এই আশঙ্কা উড়িয়ে দিয়ে মাইক্রোসফ্ট তাদের আশ্বস্ত করেছে যে কোনও ব্যক্তিগত তথ্য কৃত্তিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণে কারও ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হচ্ছে না।
এই আশঙ্কার কারণ, মাইক্রোসফ্টের পণ্যে কৃত্তিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতি নিয়মের অভাব। এবং তার পরেই অনেকে আশঙ্কা করছেন বিল গেটসের সংস্থা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তাঁদের অজান্তেই ব্যবহার করছে। মাইক্রোসফ্ট ওয়ার্ড এবং এক্সেল বিশ্বজুড়ে কোটি কোটি লোক ব্যবহার করেন। কৃত্তিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতি নির্ধারণের ত্রুটির ফলে ব্যবসার ফলে সংস্থার কোনও ক্ষতি যাতে না হয় সেই দিকে নজর দেওয়া হচ্ছে।
শুধু মাইক্রোসফ্ট নয় এআই সংক্রান্ত নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে 'অ্যাডোবি'র মতো সংস্থাকেও। পরে সেই নীতিতে পরিবর্তন আনতে হয়েছে। গুগলকেও তাদের এআই মডেল 'জেমিনি' নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
