আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় আইনে পরকীয়া এখন বৈধ। বিভিন্ন সংবাদমাধ্যমের পোর্টাল খুললেই এরকম হাজারও ঘটনার খবর চোখে পড়ে। কখনও দেখা যায় স্বামীর পরকীয়া ধরে ফেলেছেন স্ত্রী। প্রতিশোধ নিতে নানা কাণ্ড ঘটিয়েছেন। কখনও দেখা যায় স্ত্রীকে অপর ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। সেই ঘটনার প্রতিশোধ নিতেও দেখা যায়।
কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। নিজের স্ত্রীকে তাঁর ভাগ্নের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন এক যুবক। ওই মহিলার বহুদিন ধরেই বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলেই অভিযোগ। স্ত্রীকে হাতেনাতে ধরেও ওই যুবক যা করলেন তা শুনলে চমকে যাবেন।
গোটা ঘটনাটি চোখের সামনে দেখার পরেও কোনও হটকারি আচরণ করেননি ওই যুবক। দু’জনকেই নিয়ে যান থানায়। সেখানে আধিকারিকদের সামনে গোটা ঘটনার বিবরণ দেন। এরপরেই সকলকে অবাক করে দিয়ে দু’জনকে আশীর্বাদ করেন। নিজের সন্তান এবং স্ত্রীকে ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে দু’জনকে একসঙ্গে বিদায় দিয়ে দেন।
यूपी : बुलंदशहर में महिला का रिश्ते के भतीजे से अफेयर था। पति ने दोनों को आपत्तिजनक हालत में देख लिया। पति दोनों को लेकर पुलिस स्टेशन पहुंचा। आशीर्वाद दिया और उन्हें एकसाथ विदा कर दिया। दोनों खुशी–खुशी चले गए।
— Sachin Gupta (@SachinGuptaUP)
(ऑरेंज टीशर्ट में पति है, और आगे चल रही पत्नी व उसका बॉयफ्रेंड है) pic.twitter.com/5GrhAyiUNwTweet by @SachinGuptaUP
এত কিছুর পরেও ওই মহিলা এবং তাঁর ভাগ্নে সেখান থেকে হাসিমুখে বিদায় নেন। গোটা ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। দ্রুত ভাইরাল হয়ে পড়েছে সেটি। যদি ভিডিওটি কবে করা হয়েছে তা জানা যায়নি।
