আজকাল ওয়েবডেস্ক: গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এরপর টানা একমাসের বেশি সময় ধরে এই মেলা চলছে। দেশ-বিদেশ মিলিয়ে কোটি কোটি মানুষ পুণ্য লাভের আশা প্রয়াগরাজের সঙ্গমস্থলে স্নান সেরেছেন। ২০২৫ সালের মহাকুম্ভ মেলার শেষের দিকে পৃথিবীর আকাশে একটি বিরল মহাজাগতিক ঘটনা ঘটছে।
ফেব্রুয়ারি মাসের শেষে সৌরজগতের সাতটি গ্রহই দৃশ্যমান হবে আকাশে। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এই সাতটি গ্রহকে ভারত থেকে রাতের আকাশে দেখা যাবে। অনেকেরই বিশ্বাস, এই ধরনের মহাজাগতিক ঘটনা আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করে। জানুয়ারি থেকে বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে রাতের আকাশে কখনও না কখনও দেখা যাচ্ছে। ফেব্রুয়ারির শেষে যোগ দেবে শুক্র। আগামী ২৮ ফেব্রুয়ারি সাতটি গ্রহই সূর্যের একদিকে থাকবে। ওই সময় পাঁচটি গ্রহকে খালি চোখেই রাতের আকাশে দেখা যাবে। ইউরেনাস এবং নেপচুনকে দেখতে দূরবীনের সাহায্য নিতে হবে।

গ্রহগুলিকে দেখার সবচেয়ে ভাল সময় সূর্যাস্তের পরে গোধূলি অথবা সূর্যোদয়ের আগে। ওই সময় গ্রহগুলি আকাশের সবচেয়ে উঁচুতে অবস্থান করে। অগস্টের মাঝামাঝি ফের এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ পাবেন ভারতবাসী। সেই সময় ছ'টি গ্রহকে একসঙ্গে দেখা যাবে।
(ছবি: সংগৃহীত)
