আজকাল ওয়েবডেস্ক: শনিবারই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই উড়ে যাবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নানাভাবে কম্বিনেশন দেখে নিয়েছেন রোহিত–গম্ভীর।
 
 ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? কোচ গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছেন উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ লোকেশ রাহুল। তিনিই আপাতত প্রথম একাদশে থাকবেন। এদিকে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন গম্ভীরের এই কথাকে সমর্থন জানিয়ে বলছেন, রাহুলকে ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে রাখা উচিত।
 
 ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো ম্যাচে অক্ষরকে ব্যাটিং অর্ডারে তুলে আনা হয়েছিল। এবং তিনি রানও পেয়েছেন। রাহুলেরও আগে ব্যাট করতে নামানো হয়েছিল অক্ষরকে। আর সেই ম্যাচে রাহুল রান পাননি। তবে আমেদাবাদে রাহুল কিন্তু ব্যাটিং অর্ডারে পাঁচে নেমে রান পান। তাই কেভিন পিটারসেন বলে দিচ্ছেন, ‘বিরাট রান পেয়ে যাওয়ায় ভারতীয় দল স্বস্তি পেল। রোহিতও রান পেয়েছে। গিল, শ্রেয়স তো ভালই খেলছে। দলকে ভাল শুরু দিচ্ছে গিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাহুলকে পাঁচ নম্বরে দেখতে চাই। বেশি বল খেলার সুযোগ পেলে রাহুল আরও বেশি রান করার সুযোগ পাবে। রাহুল এমনই একজন ব্যাটার। যত বেশি বল খেলার সুযোগ পাবে তত ওর খেলা খুলবে। আবার শুরুর দিকে ওকে নামানোও ঠিক হবে না। পাঁচ নম্বর জায়গাটাই রাহুলের জন্য গুরুত্বপূর্ণ।’
 
 বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে হর্ষিতের বদলে অর্শদীপকে খেলানো উচিত বলে মনে করেন তিনি। তাঁর মতে, দুই পেসার হোক সামি ও অর্শদীপ। আবার স্পেশালিস্ট স্পিনার হিসেবে বরুণের বদলে কুলদীপ যাদবকে খেলানো উচিত বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। পিটারসেনের কথায়, ‘বরুণ ভাল। কিন্তু কুলদীপের পুরনো কৃতিত্বের কথা ভেবে ওকেই খেলানো উচিত। আর সামির সঙ্গে জুড়ে দেওয়া হোক অর্শদীপকে। সঙ্গে হার্দিক তো থাকবেই। আর স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে থাকুক অক্ষর, জাদেজা।
 
 পিটারসেন যে দলটা বেছেছেন সেটা এরকম: রোহিত, গিল, বিরাট, শ্রেয়স, রাহুল, অক্ষর, হার্দিক, অর্শদীপ, সামি, কুলদীপ। 
