আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত নাটকের সাক্ষী থাকল মুম্বই আদালত এবং সেখানে উপস্থিত সকলে। রবিবার মুম্বইয়ের বান্দ্রার আদালতে বলিউড অভিনেতা সইফ আলি খানের অভিযুক্ত আক্রমণকারীকে হাজির করা হয়। হাই প্রোফাইল এই মামলায় অভিযুক্ত বাংলাদেশি মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন তা নিয়ে দুই আইনজীবীর মধ্যে বচসা হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

রবিবার শরিফুলকে কড়া পুলিশি পাহাড়ায় বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয়। বিচারক তাঁকে জিজ্ঞেস করেন পুলিশ বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ আছে কি না। উত্তরে অভিযুক্ত জানায় তাঁর কোনও অভিযোগ নেই। শরিফুলকে কাঠগড়ায় দাঁড় করাতেই একজন আইনজীবী এগিয়ে এসে দাবি করেন, তিনি অভিযুক্তের হয়ে সওয়াল করবেন। এরপরেই নাটকের সূত্রপাত। ওকালতনামায় সই করাতে যাবেন সেই সময় অন্য একজন আইনজীবী দৌড়ে গিয়ে তাঁর তৈরি করা ওকালতনামায় সই করিয়ে নেন। কে শরিফুলের হয়ে সওয়াল করবেন তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। দুই আইনজীবীর মধ্যে বাগবিতণ্ডার পর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুই আইনজীবীকেই শরিফুলের হয়ে সওয়াল করার অনুমতি দেন। আদালত অভিযুক্তের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

গত বুধবার গভীর রাতে নিজের বাড়িতেই হামলা হয় নবাব পুত্র সইফ আলি খানের উপর। শরীরে ছ'টি ক্ষত, তারমধ্যে দু'টি বেশ গভীর। চিকিৎসকরা প্রথম দিনেই জানিয়েছিলেন, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, না হলে ঘটতে পারত আরও বড় কিছু। লীলাবতী হাসপাতালে ওই রাত থেকেই চিকিৎসারত সইফ। তাঁকে ইতিমধ্যেই আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক ভাবে খাওয়াদাওয়া শুরু করেছেন। আশা করা যাচ্ছে, আগামী দু’এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। সইফের হামলাকারীকে ধরতে গিয়ে দু'বার ভুল ব্যক্তিকে আটক করে পুলিশ। তৃতীয় বারের চেষ্টায় তারা সফল হব সঠিক অভিযুক্তকে পাকড়াও করতে।