আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল-ইরান যুদ্ধ পঞ্চম দিনে প্রবেশ করেছে এবং থামার কোনও লক্ষ্মণই নেই। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতের অভিযানে ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে এবং তাদের বিমান এখন তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণ করছে।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইজরায়েল ‘তেহরানের আকাশ নিয়ন্ত্রণ করছে’ এবং তার দেশ ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার লক্ষ্য অর্জনের ‘পথে’ রয়েছে।
ইরানের পারমাণবিক, ক্ষেপণাস্ত্র এবং সামরিক পরিকাঠামো লক্ষ্য করে শুক্রবার ভোরে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইজরায়েল। পরে ইরান ইজরায়েলের উপর প্রতিশোধমূলক হামলা চালায়। ইজরায়েলের কেন্দ্রস্থলে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতের পর আরও বেশি শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন নেতানিয়াহু।
ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য ইজরায়েল একটি অত্যন্ত মারাত্মক অস্ত্রও ব্যবহার করছে। এটিকে ‘স্পঞ্জ বোমা’ বলা হয়। যেটিকে ইজরায়েলের 'নতুন গোপন অস্ত্র' হিসেবে অভিহিত করা হচ্ছে। এটি এক ধরণের রাসায়নিক গ্রেনেড। এতে কোনও বিস্ফোরক নেই। তবে, সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ করতে ব্যবহার করা যেতে পারে।
প্রতিবেদন অনুসারে, ‘স্পঞ্জ বোমা’গুলি একটি প্লাস্টিকের পাত্রের মধ্যে আবদ্ধ থাকে। যার মধ্যে একটি ধাতব পাত দিয়ে দু’টি স্বতন্ত্র তরল পদার্থকে আলাদা করে রাখা থাকে। একবার সক্রিয় হয়ে গেলে, এই তরলগুলি একত্রিত হয়ে নিজেদের কাজ সেরে ফেলে।
২০২১ সালের শুরুর দিকে, ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা সীমান্তের কাছে একটি মক টানেল সিস্টেমে অনুশীলনের সময় এই ডিভাইসগুলি মোতায়েন করেছিল বলে জানা গিয়েছে।
