আজকাল ওয়েবডেস্ক: ইরানের পর, ভারত বৃহস্পতিবার ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে। একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, যেসব ভারতীয় নাগরিক দেশে ফিরতে চান তাঁদের ইজরায়েল থেকে স্থলপথে বার করে আনা হবে, তারপরে বিমানের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হবে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, “ইজরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে ভারত সরকার যে সকল ভারতীয় নাগরিক দেশে ফিরতে চান তাঁদের ফিরিয়ে আনবে। ইজরায়েল থেকে ভারতে তাঁদের স্থলসীমান্ত দিয়ে নিয়ে এসে বিমানের মাধ্যমে ভারতে ফেরানো হবে।“
তেল আভিভে অবস্থিত ভারতীয় দূতাবাস গোটা অপারেশনটির দেখাশোনা করবে। ইজরায়েলে বসবাসকারী সকল ভারতীয় নাগরিকদের দূতাবাসে নাম নথিভূক্ত করার আহ্বান জানিয়েছে বিদেশ মন্ত্রক। নাম নথিভূক্তিকরণের জন্য https://www.indembassyisrael.gov.in/indian_national_reg ওয়েবসাইটটি চালু করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষ এবং হোম ফ্রন্ট কমান্ড কর্তৃক জারি করা সুরক্ষা প্রোটোকল কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
কোনও অনুসন্ধানের জন্য, ভারতীয় নাগরিকরা তেল আবিবে অবস্থিত ভারতীয় দূতাবাসের ২৪/৭ কন্ট্রোল রুমে কক্ষে +৯৭২ ৫৪-৭৫২০৭১১ অথবা +৯৭২ ৫৪-৩২৭৮৩৯২ নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা cons1.telaviv@mea.gov.in. এ ইমেল করতে পারেন।
বুধবার, বিদেশ মন্ত্রক জানিয়েছিল ইরানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষিত ভাবে সরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করা হয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় দূতাবাস উত্তর ইরান থেকে মোট ১১০ জন ভারতীয় ছাত্রকে সরিয়ে আনা হয়েছে।
