আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টের প্রথম দিন আঙুলে চোট পান ঋষভ পন্থ। ম্যাচের ৩৪ তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। এখন কেমন আছেন পন্থ? তিনি কি লর্ডস টেস্টে খেলতে পারবেন? ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, দলের চিকিৎসকেরা পন্থকে দেখছেন।
 
 সোশ্যাল মিডিয়ায় বিসিসিআই জানিয়েছে, ‘সহ–অধিনায়ক পন্থের বাঁ হাতের তর্জনীতে চোট লেগেছে। তাঁর চিকিৎসা চলছে। ভারতীয় দলের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন পন্থ। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেল উইকেট রক্ষা করছেন।’ পন্থের চোট কতটা গুরুতর বা লর্ডস টেস্টে তিনি আর খেলতে পারবেন কিনা সে সম্পর্কে কিছু জানায়নি বিসিসিআই। স্বাভাবিক ভাবেই পন্থকে নিয়ে উদ্বেগ বেড়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের।
 
 বৃহস্পতিবার জসপ্রীত বুমরার ইনসুইং বল লেগ স্টাম্পের কিছুটা বাইরে পড়ে। পন্থ বাঁ দিকে ঝাঁপিয়ে বল ধরার চেষ্টা করেন। বল ঠিক মতো আটকাতে পারেননি পন্থ। বল বাঁ হাতের তর্জনী ছুঁয়ে চলে যায়। তাতেই চোট পান পন্থ। তাঁর মুখে সঙ্গে সঙ্গে ফুটে ওঠে যন্ত্রণার ছাপ। তাঁর প্রাথমিক শুশ্রূষার জন্য কয়েক মিনিট খেলা বন্ধ রাখেন আম্পায়াররা। তার পর উইকেটের পিছনে গিয়ে দাঁড়ালেও গ্লাভস পরতে সমস্যা হচ্ছিল পন্থের। বুমরার ওই ওভার শেষ হওয়ার পর মাঠ ছাড়তে বাধ্য হন পন্থ। তাঁর পরিবর্তে নামেন জুরেল। বৃহস্পতিবার বাকি সময় আর মাঠে নামতে পারেননি পন্থ।

 
 টিম ইন্ডিয়ার পক্ষ থেকে পন্থের চোট নিয়ে কিছু জানানো হয়নি। বিসিসিআইও চোটের ধরন সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানায়নি। তাই পন্থের চোট নিয়ে উদ্বেগ রয়েছেই। আঙুলের চোটের জন্য তিনি ব্যাট করতে না পারলে শুভমন গিলদের লড়াই করতে হবে ১০ জন ব্যাটার নিয়ে। কারণ পরিবর্ত হিসাবে নামা জুরেল ব্যাট করতে পারবেন না ক্রিকেটের নিয়ম অনুযায়ী।
 
 এদিকে, বৃহস্পতিবার ইংরেজ অধিনায়ক বেন স্টোকস টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। অধিনায়ক হিসেবে টানা তিনটি টেস্টেই টস হারলেন শুভমন গিল। প্রথম দুই টেস্টে টস জিতে শুরুতে বোলিং নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু এজবাস্টনে হারতে হয় স্টোকসদের। যা নিয়ে সমালোচনা কম হয়নি। শুরুতে ব্যাট করে ভারতীয় ব্যাটাররা রানের পাহাড় গড়েছিলেন। তাই এবার আর ভুল করেননি স্টোকস। টস জিতে নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
 
 ইংল্যান্ড প্রথম একাদশ ম্যাচের এক দিন আগেই ঘোষণা করে দিয়েছিল। দলে একটাই বদল। জশ টংয়ের জায়গায় আসেন জফ্রা আর্চার। চার বছরেরও বেশি সময় পর তিনি টেস্ট খেলছেন।
 
 এদিকে ভারতীয় দলে প্রথম একাদশে ফিরেছেন বুমরা। প্রসিধ কৃষ্ণার জায়গায়। বাকি দল অপরিবর্তিত। 
 
 তবে সবচেয়ে বড় প্রশ্ন লর্ডস টেস্টে বৃষ্টি থাবা বসাবে না তো? 
 
 এটা ঘটনা হেডিংলির পর বার্মিংহ্যাম টেস্টেও বৃষ্টি থাবা বসিয়েছিল। যদিও ম্যাচের ফলাফলে তা প্রভাব ফেলেনি। আকুওয়েদারের রিপোর্ট বলছে, লর্ডস টেস্টের পাঁচ দিন বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। প্রত্যেক দিনই আকাশ পরিষ্কার থাকবে। মেঘলা থাকার সম্ভাবনাও বেশ কম। তাপমাত্রা থাকবে ৩০–৩১ ডিগ্রির মধ্যে। হালকা হাওয়া দেবে সব সময়। ফলে টেস্টের পাঁচ দিনই নিরবচ্ছিন্ন খেলা দেখা যেতে পারে। এখনও অবধি এই পরিস্থিতিই রয়েছে। প্রথম দিনের শেষে ইংল্যান্ড তুলেছে ২৫১/৪।
