বিভাস ভট্টাচার্য: এপ্রিলেই চালু হতে পারে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোরেলের যাত্রা। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ২৪ এপ্রিল মেট্রোর এই নতুন পথের যাত্রার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়ালি এই উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।
মেট্রোর একটি সূত্র জানিয়েছে, এখনও পর্যন্ত এই পথের 'সিআরএস' বা কমিশন অফ রেলওয়ে সেফটি পরীক্ষা হয়নি। কিন্তু দ্রুত এই পরীক্ষার এবং ইন্ডিপেন্ডেন্ট সেফটি অ্যাসেসমেন্ট বা আইএসএ-এর জন্যও অনুমোদন মিলে যাবে। তবে উদ্বোধন হলেও রাতারাতি ওই পথে বাণিজ্যিকভাবে মেট্রো চালু না হওয়ার সম্ভাবনাই বেশি। ওই সূত্রটি জানায়, উদ্বোধনের কিছুদিন পর থেকেই বাণিজ্যিকভাবে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ রুটে যাত্রী নিয়ে গড়াবে মেট্রোরেলের চাকা।
হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল ইতিমধ্যেই সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলাচল করছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ, এই মেট্রোপথ গিয়েছে বৌবাজার হয়ে। ২০১৯ সালের আগস্ট মাসে বৌবাজার এলাকায় মেট্রোর সুড়ঙ্গপথে কাজ চলার সময় আচমকাই মাটি বসে যেতে শুরু করে। যার জেরে বেশ কয়েকটি বাড়ি হেলে যায় এবং কিছু বাড়ি ভেঙেও পড়ে। জরুরী ভিত্তিতে বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় মেট্রো কর্তৃপক্ষ। কাজ বন্ধ থাকে বেশ কিছুদিন। পরবর্তী সময়ে খুব সতর্কতার সঙ্গেই যেখানে বিপর্যয় ঘটেছিল সেই এলাকায় কাজ শেষ করে মেট্রো। পাতা হয় রেললাইন এবং সফলভাবেই বৌবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হয়।
এবার চলতি মাসে এই পথের উদ্বোধন এবং পরবর্তী সময়ে বাণিজ্যিকভাবে এই যাত্রা শুরু হওয়ার পর হাওড়ার সঙ্গে জুড়ে যাবে শিয়ালদহ এবং সল্টলেক। ফলে যাত্রীদের সময় বেঁচে যাবে অনেকটাই।
