আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে সবসময় মতামতের জন্য পরিচিত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদির মৃত্যুর খবর শনিবার সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। তাঁর মৃত্যুর খবর নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও তাঁর পরিবারের লোকেরা এই বিষয়ে কিছুই জানাননি। সত্যিই কি তাহলে মৃত্যু হয়েছে প্রাক্তন পাক অধিনায়কের? আসল সত্যিটা কী?
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন সংবাদ উপস্থাপক আফ্রিদির মৃত্যুর খবর পড়ে শোনাচ্ছেন। ক্রিকেট সম্প্রদায় এই খবরে দুঃখ প্রকাশ করছে। ভিডিওতে আরও শোনা যাচ্ছে, তাঁর শেষকৃত্য করাচিতে অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভিশন গ্রুপের চেয়ারম্যান সহ বেশ কয়েকজন কর্মকর্তা এই বিষয়ে শোকপ্রকাশ করেছেন। এই খবরের পরেই চাঞ্চল্যের সৃষ্টি হয় সব মহলে। তদন্ত করে দেখা যায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি করা হয়েছে। বহাল তবিয়তে রয়েছেন আফ্রিদি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Manoranjan Point (@binu_khadka_chetry)
আফ্রিদি ২০১৭ সালে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ১১ হাজারেরও বেশি রান করেছেন। সকল ফরম্যাট মিলিয়ে ৫৪১ উইকেট নিয়েছেন। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় (৩৫১টি) মারার রেকর্ড এখনও তাঁর দখলে। ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা এই রেকর্ড থেকে মাত্র ৭টি ছয় দূরে রয়েছেন।
টেস্ট আফ্রিদি ২৭টি ম্যাচে ১৭১৬ রান এবং ৪৮ উইকেট নিয়েছেন। ৩৯৮টি ওয়ানডে ম্যাচে তিনি ৬টি সেঞ্চুরি এবং ৩৯টি হাফ সেঞ্চুরি-সহ ৮০৬৪ রান করেছেন। পাশাপাশি ৩৯৫টি উইকেটও নিয়েছেন। টি-২০ ফরম্যাটে ১৪১৬ রান এবং ৯৮টি উইকেট রয়েছে আফ্রিদির।