বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলা, মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স এবং মাইক্রব্লগিং সাইট 'এক্স'-এক কর্ণধার ইলন মাস্ক। বিশ্বের ধনীতম ব্যক্তিও তিনি।
2
9
ইতিপূর্বে একাধিক মহিলার সঙ্গে নাম জড়িয়েছে মাস্কের। একাধিক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন কারও অজানা নয়। শুধু সম্পর্কে থাকাই নয়, সেই সব সম্পর্কে থাকাকালীন বার বার বাবাও হয়েছেন মাস্ক। ১২ সন্তানের বাবা ইলন ফের খবরের শিরোনামে।
3
9
ইনফ্লুয়েন্সার এবং লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেছেন, তাঁর সন্তানের পিতা ইলন মাস্ক। অ্যাশলি 'এক্স'-এ পোস্ট করে জানিয়েছেন মাস্ক তাঁর পাঁচ মাস বয়সি সন্তানের বাবা।
4
9
অ্যাশলের দাবি যদি সত্যি বলে ধরে নেওয়া হয় তাহলে এর আগে মোট ১২ সন্তানের বাবা ইলন। অ্যাশলের সন্তানকে ধরে সংখ্যাটি দাঁড়াবে ১৩।
5
9
২০০০ সালে কানাডিয়ান লেখিতা জাস্টিন উইলসনকে বিয়ে করেন ইলন। দু'জনের ৬ সন্তান রয়েছে। ২০০২ সালে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। কিন্তু রোগের কারণে মাত্র ১০ মাস বয়সেই শিশুটির মৃত্যু হয়।
6
9
২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে পাঁচ সন্তানের বাবা হন মাস্ক। ২০০৮ সালে জাস্টিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর।
7
9
২০১৮ সালে কানাডিয়ান গায়িকা ক্লেয়ার বুচার (গ্রিমস)-এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। দু'জনের তিনটি সন্তান রয়েছে। ২০২০ সালে জন্ম নেয় প্রথম সন্তান 'এক্স'।
8
9
২০২১ সালে কন্যাসন্তান এক্সা ডার্ক। ২০২৩ সালে তৃতীয় সন্তান টেকনো মেকানিকাস। এর পরেই দু'জনের বিচ্ছেদ হয়ে যায়।
9
9
বর্তমানে মাস্কের সম্পর্ক রয়েছে শিভন জিলিস-এর সঙ্গে। শিভন মাস্কের সংস্থা 'নিউরালিঙ্ক'-এর ডিরেক্টর। ২০২১ সালে শিভন মাস্কের জমজ সন্তানের জন্ম দেন। ২০২৪ সালে আরও এক সন্তানের জন্ম দিয়েছেন শিভন। যা মাস্কের ১২তম সন্তান।