আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকে একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। হাওড়ার সালকিয়া ও লিলুয়ায় ইডির দুটি দল যায় এদিন। সূত্রের খবর, একটি প্রতারণা মামলার তদন্তে নেমে ওই দুই এলাকার দুই বাসিন্দার নাম উঠে এসেছে ইডির তদন্তে। সেই মামলার সূত্রেই এই তল্লাশি অভিযান। জানা গেছে সালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডের বাসিন্দা মহম্মদ হোসেনের বাড়ি ও লিলুয়ার চকপাড়া এলাকায় মনোজ দুবের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। দুই জায়গাই ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, এই দু’জনেরই নাম উঠে এসেছে সাইবার প্রতারণার ঘটনায় অভিযুক্ত হিসাবে। সেই সূত্রেই তাঁদের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি কর্তারা। এদিকে, বেলঘরিয়ার জাগ্রত পল্লিতে আদিত্য অ্যাপার্টমেন্টের প্রথম তলায় রমেশ প্রসাদ নামে এক ব্যক্তির ঘরে তল্লাশি চালাচ্ছে ইডি। রমেশ একটি বিদেশি সফটঅয়্যার সংস্থায় চাকরি করেন বলে জানা গিয়েছে।
