আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের নানা দেশে নানা রকমের রেল স্টেশন রয়েছে। সেগুলির প্রত্যেকটির এক একটি গল্প রয়েছে। আজ এই প্রতিবেদন বিশ্বের উচ্চতম রেল স্টেশনের কথা তুলে ধরা হবে। কিন্তু আশ্চর্যের বিষয় এই স্টেশনে কোন কর্মী কাজ করেন না। কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য মন ভোলানো। যেন মনে হবে স্বর্গে রয়েছেন।

বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশনের নাম টাংগুলা (ডাংলা)। এটি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের আমডো কাউন্টিতে অবস্থিত। যা কিংহাই প্রদেশের টাংগুলা শহরের সীমান্তের কাছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬,৬২৭ ফুট উচ্চতায় অবস্থিত স্টেশনটি ২০০৬ সালে আত্মপ্রকাশ করে। 

টাঙ্গুলা থেকে মনোরম দৃশ্য দেখা যায়। স্টেশনটির দৈর্ঘ্য প্রায় ৪,১০০ ফুট এবং ১৯.০২ একর এলাকা জুড়ে অবস্থিত। এটি ভ্রমণকারীদের আশেপাশের এলাকার এক অসাধারণ দৃশ্য প্রদান করে। এতে সমস্ত সুযোগসুবিধা-সহ একটি ওয়েটিং রুম রয়েছে। ভ্রমণকারীদের উচ্চতাজনিত অসুস্থতার হাত থেকে রেহাইয়ের জন্য অক্সিজেনের ব্যবস্থাও রয়েছে।

টাংগুলা রেলওয়ে স্টেশনের আশেপাশের এলাকা বেশিরভাগই শুষ্ক এবং ট্রেন ছাড়া অন্য কোনও পরিবহন ব্যবস্থা নেই। তিব্বতের মধ্য দিয়ে যাওয়া ট্রেনগুলি টাংগুলা স্টেশনে থামতে পারে আসন্ন ট্রেনগুলির জন্য অপেক্ষা করার জন্য, তবে উচ্চতা বেশি হওয়ায় যাত্রীদের নামতে দেওয়া হয় না।

টাংগুলা রেলওয়ে স্টেশনের আশেপাশের এলাকা বেশিরভাগই শুষ্ক এবং ট্রেন ছাড়া অন্য কোনও পরিবহন ব্যবস্থা নেই। তিব্বতের মধ্য দিয়ে যাওয়া ট্রেনগুলি টাংগুলা স্টেশনে থামে। তবে, উচ্চতা বেশি হওয়ায় যাত্রীদের নামতে দেওয়া হয় না।

এই স্টেশনটি উঁচু অবস্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থাপত্য ও প্রযুক্তির এক অসাধারণ নিদর্শনের জন্য সকলের থেকে আলাদা। এই স্টেশনটি প্রত্যন্ত তিব্বতি অঞ্চলে পরিবহন, অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় সহজতর করার জন্য নির্মিত হয়েছিল।