আজকাল ওয়েবডেস্ক: যে কোনও দুর্ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হয়। কিন্তু সেই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয় কীভাবে?
সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ নির্ভর করে দুর্ঘটনাস্থলে গাড়িটি উপস্থিত কি না তার উপর। যদি গাড়িটি শনাক্ত করা হয় এবং তার যথাযথ প্রমাণ থাকে, তাহলে বীমা সংস্থা বা গাড়ির মালিককে মৃতের পরিবারকে ন্যূনতম পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
হিট-অ্যান্ড-রানের ক্ষেত্রে কী হয়?
যেসব পরিস্থিতিতে গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং তার সন্ধান পাওয়া যায় না, তাকে 'হিট-অ্যান্ড-রান' দুর্ঘটনা বলা হয়। পরিবহন বিভাগের নিয়মে সর্বোচ্চ দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।
বিহারের রোহতাস জেলার জেলা পরিবহন কর্মকর্তা (ডিটিও) রাম বাবুর মতে, হিট-অ্যান্ড-রানের ক্ষেত্রে, যেখানে চালক পলাতক এবং গাড়িটির খোঁজ মেলে না, মৃতের পরিবার দুই লক্ষ টাকা পায় এবং আহতদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়। এখন পর্যন্ত রোহতাস জেলায় ২২৫টি হিট-এন্ড-রানের মামলায় ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
গাড়ি বাজেয়াপ্ত করা হলে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়?
দুর্ঘটনার পর যদি পুলিশ গাড়িটি শনাক্ত করে এবং বাজেয়াপ্ত করে, তাহলে ক্ষতিপূরণ প্রক্রিয়াটি ট্রাইব্যুনাল দ্বারা পরিচালিত হয়। এই ক্ষেত্রে, ক্ষতিগ্রস্তরা আদালতে আবেদন করেন এবং বীমা সংস্থা বা গাড়ির মালিক মৃত ব্যক্তির পরিবারকে ন্যূনতম পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করেন। রোহতাস জেলায় ট্রাইব্যুনাল দেহরিতে অবস্থিত। যেখানে মামলাগুলি একজন অবসরপ্রাপ্ত বিচারক দ্বারা নিষ্পত্তি করা হয়।
পূর্বে, এই ধরনের শুনানির জন্য ব্যক্তিদের পাটনা যেতে হত। এখন, সমগ্র শাহাবাদ বিভাগের মোটর দুর্ঘটনার মামলাগুলি দেহরিতে নিষ্পত্তি করা হয়। যা ক্ষতিগ্রস্ত পরিবারের উপর চাপ কমিয়েছে অনেকটা। এই ট্রাইব্যুনালের মাধ্যমে এখন পর্যন্ত চারটি মামলায় ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
