আজকাল ওয়েবডেস্ক: একটি ভারতীয় প্রযুক্তি সংস্থা তার কর্মীদের দেওয়া দীপাবলি উপহারের জন্য ভাইরাল হয়েছে। গত দুই দিন ধরে ইনফো এজ কর্মীদের ভিডিও ইনস্টাগ্রামে ভরে উঠেছে, যেখানে তারা কোম্পানির কাছ থেকে প্রাপ্ত দীপাবলি উপহারগুলি দেখিয়েছেন।
ইনফো এজ-এর প্রতিটি কর্মচারী টেক ফার্মের কাছ থেকে এক সেট ভিআইপি স্যুটকেস, এক বাক্স খাবার এবং একটি প্রদীপ পেয়েছেন। উপহারের কয়েক ডজন ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। অন্যদিকে, শত শত ইনস্টাগ্রাম ব্যবহারকারী ফটো এবং ভিডিও শেয়ারিং অ্যাপে স্ক্রোল করার সময় এই রিলগুলি দেখার কথা জানিয়েছেন।
আরও পড়ুন: ফ্লার্ট করছেন শিক্ষিকা! প্রিয় ছাত্রকে রাতে কী কী মেসেজ পাঠান, গোপন কথোপকথন ফাঁস, দেখেই চোখ ছানাবড়া নেটিজেনদের
অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে কর্মীরা অফিসে ঢুকেই দেখতে পাচ্ছেন যে, অফিসের সমস্ত ডেস্ক একটি স্যুটকেস, খাবারের বাক্স এবং একটি প্রদীপ দিয়ে সজ্জিত। কিছু কর্মচারী এমন ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে যে, তাঁরা স্যুটকেসটি খুলে ভিতর থেকে আরও একটি ছোট স্যুটকেস দেখছেন। কয়েকজন স্ন্যাকসের বাক্সগুলিও খুলে দেখিয়েছেন।
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Amazor Talks | MBA | CAT Prep (@amazor_talks_mba)
 
 
একটি ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “তোমাদের অফিসে হয়তো সোনপাপড়ি দেয়, আমাদের অফিসে এই সব দেওয়া হয়।” আরও একজন কর্মী এটিকে, ‘বড়ো মনের দীপাবলির উপহার’ হিসাবে বর্ণনা করেছেন। তিনি আরও জানিয়েছেন, গত বছর তাঁরা দিপাবলীর উপহার হিসাবে এয়ার ফ্রায়ার পেয়েছিলেন।
ইনফো এজের অনেক কর্মী বলেছেন যে তাঁরা তাঁদের উপহার পেয়ে খুশি। এদিকে, তাঁদের ভিডিওগুলিতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাঁদের দীপাবলি উপহার সম্পর্কে অভিযোগে উগরে দিয়েছেন। একজন লিখেছেন, “অফিস থেকে দেওয়া কাজুবরফির প্যাকেট হাতে ধরে ভিডিওটি দেখছি।” অপর একজন লিখেছেন, “ভিডিওটি ম্যানেজারকে দেখানোর পর তিনি বলেন, এটি এআই দিয়ে তৈরি।”