আজকাল ওয়েবডেস্ক: গরমে নাজেহাল কলেজে পড়ুয়ারা। ফ্যান চালিয়েও কোনও কাজ হচ্ছে না। উপায় বাতলে দিলেন কলেজের অধ্যক্ষ। গোটা ক্লাসরুমে লেপে দিলেন গোবর। দিল্লি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীবাঈ কলেজের অধ্যক্ষের ক্লাসরুমের দেয়ালে গোবর লেপে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যার ফলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সমাজমাধ্যমে। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, অধ্যক্ষ প্রত্যুষ ভাতসালা কর্মীদের সাহায্যে দেয়াল গোবর লেপে দিচ্ছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, সি ব্লকের ক্লাসরুম ঠান্ডা করার জন্য দেশীয় পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

যদিও অধ্যক্ষ প্রত্যুষ ভাতসালা, পিটিআইকে জানান, এটি একটি গবেষণা প্রকল্পের অংশ। তিনি বলেন, 'ঐতিহ্যবাহী ভারতীয় জ্ঞান ব্যবহার করে তাপ এবং চাপ নিয়ন্ত্রণের অধ্যয়ন' শীর্ষক গবেষণার জন্য এই কাজ করা হয়েছিল।

তিনি আরও বলেন, "গবেষণা চলছে এখনও। এক সপ্তাহ পরে আমি সম্পূর্ণ গবেষণার বিবরণ জানাতে পারব। গবেষণাটি পোর্টা কেবিনে করা হচ্ছে। আমি নিজেই একটি দেওয়ালে গোবর লেপেছি। এতে কোনও ক্ষতি নেই। কিছু লোক সম্পূর্ণ না জেনেই ভুল তথ্য ছড়াচ্ছেন।" 

?ref_src=twsrc%5Etfw">April 13, 2025

ক্লাসরুমের দেওয়ালে গোবর লাগানোর ভিডিওটি অধ্যক্ষ নিজেই শিক্ষকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছেন বলে জানা গিয়েছে। সেখানে তিনি লিখেছেন, "যাঁদের এখানে ক্লাস আছে তাঁরা শীঘ্রই এই ক্লাসরুমগুলিকে নতুন চেহারায় পাবেন। আপনাদের শিক্ষাদানের অভিজ্ঞতাকে আনন্দদায়ক করার চেষ্টা করা হচ্ছে।" 

এরপরেই নানা কটাক্ষ ধেয়ে এসেছে। একজন লিখেছেন, "তিনি গবেষণা করছেন। তাঁর এই গবেষণা করার অনুমতি আছে?" একজন লিখেছেন, "শীঘ্রই বছরের সেরা শিক্ষকের পুরষ্কার পাবেন।" অন্য একজন লিখেছেন, ''নিশ্চয়ই পদোন্নতির জন্য এই সব করছেন।" 

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “দিল্লি বিশ্ববিদ্যালয়ের এলবি কলেজের অধ্যক্ষ প্রথমে কলেজের ভেতরে একটি গরু বেঁধেছিলেন। তারপর, যথাযথভাবে গোবর ব্যবহার করে, কলেজের দেয়াল রাঙানোর কাজও শুরু হয়েছে। যদি কলেজগুলিতে গোমূত্র পান করা বাধ্যতামূলক করা হয়, তাহলে দেশকে বিশ্বগুরু হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।” যদিও অনেকে প্রত্যুষার প্রশংসাও করেছেন।

দিল্লি সরকার পরিচালিত অশোক বিহারে অবস্থিত এই কলেজটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের নামে নামকরণ করা হয়েছিল। এটি পাঁচটি ব্লক নিয়ে গঠিত, যার মধ্যে একটিতে এই গবেষণাটি চলছে।