আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫১ রান করে হার। আফগানিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ৮ রানে হার। গ্রুপ পর্বে পর পর দু'টি ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। দলের খারাপ পারফরম্যান্সের কারণে অধিনায়ক জস বাটলারকে কাঠগড়ায় তুলেছে সমর্থকেরা। টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার আগেই অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন জস বাটলার। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। তাঁর অধিনায়কত্বে শেষ তিনটি আইসিসি টুর্নামেন্টে হতশ্রী পারফরম্যান্স ছিল ইংল্যান্ডের।
সাংবাদিকদের বাটলার বলেন, ''সবাইকে জানাতে চাই, ইংল্যান্ড দলের অধিনায়কের পদ থেকে আমি সরে দাঁড়াচ্ছি। এটি আমার এবং দলের জন্য সঠিক সিদ্ধান্ত। আশা করছি নতুন কেউ এসে বাজ (ব্রেন্ডন ম্যককালাম)-এর সঙ্গে কাজ করে দলকে সঠিক দিশা দেখাবে।''
বাটলারকে তাঁর এই সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এটা বেশ স্পষ্ট ছিল যে, এই টুর্নামেন্টটি দলের জন্য এবং আমার অধিনায়কত্বের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্পষ্টতই, দু'টি পরাজয়, টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া এবং আগের টুর্নামেন্টের চেয়েও হতাশাজনক প্রদর্শনের কারণে আমার মনে হয়েছে অধিনায়কত্বের শেষ দিকে পৌঁছে গিয়েছি।" তিনি আরও বলেন, "এটা লজ্জার। আমি এটা নিয়ে দুঃখিত...কিন্তু মনে হচ্ছিল যেন আমার এবং দলের পরিবর্তনের সময় এসেছে"।
২০২২ সালে টি২০ বিশ্বকাপ জয়ের পর থেকে ইংল্যান্ডের পারফরম্যান্স হতাশাজনক। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ থেকে বিদায়, ২০২৪ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে হার এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায়। বুধবার আফগানিস্তানের কাছে আট রানে হারের পর বাটলার জানিয়েছিলেন, তিনি ইংল্যান্ডের এই দুর্দশার 'কারণ' না কি 'সমাধান', তা খুঁজে বার করতে চান এবং তাঁর ভবিষ্যতের নিয়ে সিদ্ধান্ত নিতে চান। এর পরেই শুক্রবার তিনি অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন।
