‌আজকাল ওয়েবডেস্ক:‌ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নেবেন চম্পাই সোরেন। বৃহস্পতিবার রাতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন চম্পাই সোরেন। এর পরেই তাঁকে সরকার গড়ার আমন্ত্রণ জানানো হয়। কংগ্রেসের পরিষদীয় নেতা আলমগির আলম জানান, শুক্রবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন চম্পাই। আগামী ১০ দিনের মধ্যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে বিধানসভায়। 
গত বুধবার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন হেমন্ত সোরেন। তারপরই তাঁকে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকে কোনও সরকার নেই ঝাড়খণ্ডে। এই অবস্থায় বৃহস্পতিবার রাতে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণের সঙ্গে দেখা করেন চম্পাই। তারপরই তাঁকে সরকার গড়ার আমন্ত্রণ জানানো হয়। এদিকে, ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ম্যাজিক ফিগার ৪১। শাসক জোটের হাতে রয়েছে ৪৭ জন বিধায়ক। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ২৯। কংগ্রেস ১৬, আরজেডির ১ এবং সিপিআই (লিবারেশন) ১। হেমন্ত গ্রেপ্তার হওয়ায় বিধানসভায় ভোটাভুটিতে অংশ নিতে পারবেন না। বর্তমানে চম্পাইয়ের সঙ্গে রয়েছেন ৪৩ জন বিধায়ক। বাকি চার জনের দেখা পাওয়া যায়নি। অন্য দিকে, বিরোধী শিবিরে রয়েছেন ৩২ বিধায়ক। এঁদের মধ্যে বিজেপির ২৫, আজসুর ৩, এনসিপি (অজিত) ১ এবং নির্দল ৩ জন। তাই বিজেপি যে বিধায়ক ‘‌কেনাবেচনা’‌ করবে না এই গ্যারান্টি নেই।