আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ বেতন সংক্রান্ত নাটক অব্যাহত। পরিস্থিত এতটাই খারাপ যে বিপিএল দল দুর্বার রাজশাহির খেলোয়াড়দের খেলার সরঞ্জাম টিমবাসেই আটকে রাখলেন বাসচালক।
এ বছর আয়োজিত বিপিএল-এ নানা বিতর্কের সম্মুখীন হতে হয়েছে দুর্বার রাজশাহিকে। এর আগে বিদেশি খেলোয়াড়দের বেতন বকেয়া থাকায় ম্যাচ বয়কট করেছিলেন তাঁরা। সেই তালিকায় রয়েছেন পাকিস্তানের মহম্মদ হ্যারিস, আফগানিস্তানের আফতাব আলম, ওয়েস্ট ইন্ডিজের মার্ক ডেয়াল এবং মিগুয়েল কামিনস, জিম্বাবোয়ের রায়ান বুর্ল-এর বেতন বকেয়া রয়েছে এখনও। কয়েক জন খেলোয়াড় বেতনের ২৫ শতাংশ পেয়েছেন মাত্র।
এ বছরের মতো বিপিএল অভিযান শেষ হয়ে গিয়েছে দুর্বারদের। রবিবার স্থানীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, বিদেশি খেলোয়াড়রা তাঁদের হোটেল কক্ষে অপেক্ষা করছিলেন তাঁদের বকেয়া টাকা এবং বিমানের টিকিটের টাকা ফেরত পাওয়ার অপেক্ষায়। যদিও দলের মালিক শফিক রহমা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টিকিটের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এরপরেই নাটকে নতুন মোড়। দলের বাসচালক খেলোয়াড়দের কিট ব্যাগ ফেরত দিতে অস্বীকার করেন। সূত্রের খবর, ওই বাসচালকেরও টাকা বকেয়া রয়েছে। টাকা না পেলে খেলোয়াড়দের সরঞ্জাম ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন বাসচালক মহম্মদ বাবুল।
তিনি বলেন, ''এটা খুবই দুঃখের এবং লজ্জার বিষয়। যদি আমাদের টাকা দিয়ে দেওয়া হত, তাহলে আমরা খেলোয়াড়দের কিটব্যাগ ফেরত দিতাম। দেশি-বিদেশি ক্রিকেটারদের কিট ব্যাগ বাসে রয়েছে। কিন্তু আমি তা ফেরত দিতে পারছি না। কারণ, আমাদের পারিশ্রমিকের একটি বড় অংশ এখনও পরিশোধ করা হয়নি।''
