আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের জন্য একাধিক নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই। এবারের আইপিএল থেকে আর ক্রিকেটারদের পরিবারের সদস্যরা খেলার আগে বা খেলা চলাকালীন ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের এলাকায় ঢুকতে পারবেন না। বা কাছাকাছি আসতে পারবেন না। এই নিয়ম প্রযোজ্য সাপোর্ট স্টাফদের ক্ষেত্রেও। ড্রেসিংরুমে প্রবেশে থাকছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। অনুশীলনের ক্ষেত্রেও এই নিয়ম জারি থাকবে।
 
 বিসিসিআইয়ের নতুন নিয়মে বলা হয়েছে, ক্রিকেটাররা টিম বাসে আসবে অনুশীলনে। দল দুটো ব্যাচে আসতে পারে বা বিমানে ভ্রমণ করতে পারে। 
 
 বোর্ড জানিয়েছে, ক্রিকেটারদের টিম বাসেই সফর করতে হবে। প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার জন্যও একই নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল ফ্রাঞ্চাইজিগুলিকে ইমেল করে এই নির্দেশিকার কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেই ইমেলের বয়ান এরকম, অনুশীলনের দিনগুলিতে শুধুমাত্র স্বীকৃত সাপোর্ট স্টাফরাই ড্রেসিংরুম ব্যবহার করতে পারবে। ক্রিকেটারদের পরিবার ও বন্ধুবান্ধবদের আলাদা গাড়িতে মাঠে আসতে হবে। অনুশীলন দেখতে হবে হসপিটালিটি এলাকা থেকে। থ্রো ডাউন স্পেশালিস্ট বা নেট বোলারদের ক্ষেত্রে আগে থেকে বোর্ডের অনুমতি নিতে হবে। অনুমতি মিললে তবেই অনুশীলনে থাকতে পারে সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফরা। 
 
 নতুন নিয়মে বলা হয়েছে:
 
 অনুশীলনে প্রতি দলকে দুটি নেট দেওয়া হবে। যেমন মুম্বইয়ে অনুশীলনের সময় একসঙ্গে দুটো দল অনুশীলন করলে দুই দলকেই দুটি করে নেট দেওয়া হবে।
 
 ওপেন নেট দেওয়া হবে না।
 
 কোনও দল আগে অনুশীলন শেষ করলে সেই দলের নেট অন্য দলকে ব্যবহার করতে দেওয়া হবে না।
 
 ম্যাচের দিন অনুশীলন নয়
 
 ম্যাচের দিন মূল দলের কোনও ফিটনেস টেস্ট হবে না
 
 খেলার দিন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের এলইডি বোর্ডের সামনে বসতে দেওয়া হবে না
 
 ক্রিকেটারদের অরেঞ্জ ও পার্পল ক্যাপ পরা বাধ্যতামূলক
 
 ক্রিকেটারদের জার্সি নম্বর বদল হলে ম্যাচের ২৪ ঘণ্টা আগে জানাতে হবে। 
