আজকাল ওয়েবডেস্ক: শেখ হাসিনার সরকারের পতনের পরেই বাংলাদেশে জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, ছবি এবং তাঁর স্মৃতিবিজরিত সব দ্রব্যকে বিকৃত করা হয়েছে। এ বার দেশের বাজারচলতি নোট থেকে মুজিবুরের ছবি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুহম্মদ ইউনূস সরকার। সে দেশের শীর্ষ ব্যঙ্ক জানিয়েছে, শেখ হাসিনার পিতা তথা বঙ্গবন্ধুর ছবি ২০, ১০০, ১০০০ টাকার নোট থেকে সরিয়ে দেওয়া হবে।
বঙ্গবন্ধুর বদলে কার মুখ দেখা যাবে? বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউন সূত্রে খবর, ধার্মিক স্থাপত্য, বাঙালি ঐতিহ্য এবং জুলাইয়ের ছাত্র আন্দোলনের গ্রাফিত্তি দেখা যেতে পারে নতুন নোটে। বাংলাদেশের ব্যাঙ্কের শীর্ষ আধিকারিক হুসনে আরা শিখা জানিয়েছেন, আশা করা যাচ্ছে আগামী ৬ মাসের মধ্যে নতুন নোট বাজারে চলে আসবে।
তিনি আরও জানিয়েছেন, অর্থমন্ত্রক সেপ্টেম্বরে প্রস্তাবিত নকশাগুলি জমা দিয়েছে। আপাতত চারটি নোটে এই পরিবর্তন আনা হচ্ছে। পরবর্তীকালে বাকি নোটগুলিতেও এই পরিবর্তন আনা হবে।
জুলাইয়ের কোটা আন্দোলন ক্রমে হাসিনা বিরোধী আন্দোলনে পরিণত হয়। অগস্টে প্রধানমন্ত্রী পদ থেকে মুজিব-কন্যা শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পরেই বাংলাদেশের নানা প্রান্তে বিশৃঙ্খলা তৈরি হয়। ঢাকা-সহ দেশের বেশ কয়েকটি জায়গায় মুজিবের মূর্তিও ভাঙা পড়ে। এ বার নোট থেকেও সরতে চলেছে বঙ্গবন্ধুর ছবি।
