আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেট খেলুক বিরাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুণে টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১ রানে বোল্ড হওয়ার পরেই এই কথা বললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ অনিল কুম্বলে।
 
 বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে রান পাননি বিরাট। তবে দ্বিতীয় ইনিংসে ৭০ করেছিলেন। পুণে টেস্টে দল যখন সমস্যায় তখন বিরাটের ব্যাটে রান দরকার ছিল। কিন্তু তিনি বাজে শট খেলে মাত্র এক রানে আউট হয়ে যান। তাও আবার বোল্ড। এরপরেই অনিল কুম্বলে বলেছেন, এরকম ভুল হতেই পারে। আর তা শোধরানোর সেরা জায়গা হল ঘরোয়া ক্রিকেট। কুম্বলের কথায়, ‘অনুশীলন আর অনুশীলন। এটাই একজন ব্যাটারকে পারফেক্ট করে। একটা বা দুটো ইনিংসে এটা হতেই পারে। কিন্তু বারেবারে হতে থাকলে চিন্তার। বিরাট যদি ঘরোয়া ক্রিকেট খেলত, তাহলে হয়ত এই সমস্যা হত না। তবে এই বিষয়ে আমি বলার কেউ নই। টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে।’ কুম্বলে আরও বলেছেন, ‘বিরাট যখন উইকেটে এসেছিল, তখন স্পিনাররা ভেলকি দেখাচ্ছে। কিন্তু বিরাটের মাইন্ডসেটে সমস্যা ছিল বলেই আমার মনে হয়। তাই ওভাবে আউট হয়েছে। গিলের ক্ষেত্রেও একই কথা বলব। তাই আমার মতে, সুযোগ পেলেই আন্তর্জাতিক তারকারা ঘরোয়া ক্রিকেট খেলুক। নাহলে সমস্যা বাড়বে।’। ঘরোয়া ক্রিকেট খেলে স্পিনের বিরুদ্ধে সড়গড় হওয়ার কথাই এক্ষেত্রে বলেছেন কুম্বলে।
 
 প্রসঙ্গত, পুণে টেস্টে যথেষ্ট চাপে ভারত। নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে ভারতের ইনিংস শেষ হয়েছে ১৫৬ রানে। দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট না করতে পারলে সিরিজ হারতে হবে ভারতকে। 
