আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদ থেকে উড়ানের কিছুক্ষণ পরেই এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১ ধ্বংস হয়ে যায়। আহমেদাবাদ পুলিশ জানিয়েছে বিমানটির ২৪২ জন যাত্রীরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে ওই বিমানেরই এক যাত্রী ভিডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি করেছেন। ওই যাত্রীর দাবি, দিল্লি থেকে আহমেদাবাদ যাওয়ার সময় তিনি বিমানটিতে একাধিক যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছিলেন।
আকাশ বৎস নামে ব্যক্তি এক্স (পূর্বে টুইটার)-এর পোস্টে দাবি করেছেন, লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রায় দুই ঘন্টা আগে তিনি ওই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারেই ছিলেন। এক্স-এ ভিডিও শেয়ার করে আকাশ বলেছেন যে তিনি ‘বিমানে অস্বাভাবিক কিছু জিনিস’ লক্ষ্য করেছিলেন এবং এমনকি এয়ার ইন্ডিয়াকে সমস্যাগুলি রিপোর্ট করার জন্য একটি ভিডিও রেকর্ড করেছিলেন।
টুইটে তিনি লিখেছেন, “দুই ঘণ্টা আগে আমি ওই বিমানেই ছিলাম। দিল্লি থেকে আহমেদাবাদে এসেছি সেটিতে চড়েই। একটি ভিডিও করে এয়ার ইন্ডিয়াকে ট্যাগও করি।“ ভিডিওতে তিনি বিমানটির বিকল শীতাতপ যন্ত্র, সিটের সুইচ ঠিকমতো কাজ না করা এবং বিনোদনের স্ক্রিনে সমস্যা নিয়ে টুইট করেছিলেন।
I was in the same damn flight 2 hours before it took off from AMD. I came in this from DEL-AMD. Noticed unusual things in the place.Made a video to tweet to @airindia i would want to give more details. Please contact me. @flyingbeast320 @aajtak @ndtv @Boeing_In #planecrash #AI171 pic.twitter.com/TymtFSFqJo
— Akash Vatsa (@akku92)Tweet by @akku92
২৪২ জন যাত্রী এবং ক্রু সদস্য নিয়ে ফ্লাইট AI171 দুপুর ১:৩৮ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশে যাত্রা করে। কিন্তু উড়ানের কয়েক মিনিটের মধ্যেই সেটি ভেঙে পড়ে। বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন।
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনাটি কথা স্বীকার করে জানিয়েছে যে তারা বিমান কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে। হেল্পলাইন নম্বর (১৮০০ ৫৬৯১ ৪৪৪) চালু করা হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, অসামরিক বিমান পরিবহন অধিদপ্তর (ডিজিসিএ) এবং বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, ইজরায়েল, মলদ্বীপ এবং অন্যান্য দেশের নেতারাও শোকপ্রকাশ করেছেন।
