আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা অসমে। জানা গেছে একটি যাত্রীবাহী বাস দেরগাঁওয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে ৪৫ জন যাত্রী ছিল। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন অন্তত ১৪ জন। আহত অন্তত ২৭ জন। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
জানা গেছে বাসটি পিকনিকের উদ্দেশে বালিজান থেকে আঠখেলিয়ায় যাচ্ছিল। ভোর পাঁচটা নাগাদ আচমকাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। মঙ্গলবার রাত ৩টে নাগাদ রওনা হয় বাসটি। প্রায় পিকনিক স্পটে পৌঁছেও গিয়েছিল সেটি। আচমকাই এক কয়লা বোঝাই ট্রাক সামনে চলে আসে। সঙ্গে সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ঘটে। তাতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ দুর্ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে জোড়হাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।